X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

মণিপুরের তিন জেলায় কারফিউ জারি 

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৮

মণিপুর অঙ্গরাজ্যের তিনটি জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবালে কারফিউ জারি করা হয়েছে। চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে মঙ্গলবার সকাল ১১ টায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয়।

গত কয়েকদিনে মণিপুরে সংঘাত নতুন করে বেড়ে গেছে। বিষ্ণুপুর জেলার মৈরাং এলাকায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং এর পারিবারিক বাসভবনে আরপিজি হামলা চালানো হয়। ৬ সেপ্টেম্বরের এই হামলায় পূজোরত এক ব্যক্তি নিহত হন।

পরদিনই দূরপাল্লার রকেট হামলায় বিষ্ণপুরে ৫ জন নিহত হন। সশস্ত্র গোষ্ঠী কুকিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে, অস্ত্রধারীরা এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে হত্যা করেছিল। এইসব ঘটনায় রাজ্যের অস্থিরতা কেবল বেড়েই চলেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের মহাপরিদর্শক কে কাবিব।

টহলের জন্য একটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত বছরের মে থেকে মণিপুরে জাতিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেইতিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকি-জোদের সংঘর্ষে এখন পর্যন্ত ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ।  

/এসকে/
সম্পর্কিত
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
মালদ্বীপের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন
নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সময় কাটাই’
‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সময় কাটাই’
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
আইজল বিমানবন্দরে কুকি-চিন সমর্থক দুই বাংলাদেশি-মার্কিন আটকের দাবি
এখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমেএখনও উদ্ধার হয়নি প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া পল্লি চিকিৎসক
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
আয়কর ফাঁকিবাজদের নজরদারিতে আনছে এনবিআর
সর্বাধিক পঠিত
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?