X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হত্যাকাণ্ড

নিউ ইয়র্কের আদালতে প্রধান অভিযুক্ত ম্যানজিওন 

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগে লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চারটি মামলা দায়ের করেছে যার একটি মৃত্যুদণ্ডযোগ্য। বিবিসি সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  

২৬ বছর বয়সী ম্যানজিওনকে পেনসিলভিনিয়া থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়। কারাগারের কমলা রঙের পোশাক ও হাতকড়া পরিহিত ম্যানজিওনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখে আদালতে নিয়ে যান। তার আইনজীবীরা জামিনের আবেদন দাখিল না করায় আপাতত তিনি কারাগারেই থাকছেন।

মাত্র ১৫ মিনিটের শুনানিতে ম্যাজিস্ট্রেট জাজ ক্যাথরিন পার্কার ম্যানজিওনের অধিকারগুলো পড়ে শোনান। অধিকার অনুযায়ী তিনি চাইলে চুপ থাকতে পারবেন। এরপর তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ পড়া হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে গোপনে অনুসরণ করার দুটি অভিযোগ, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি অভিযোগ ও একটি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের অভিযোগ। এই অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সম্ভাবনা থাকে।

শুনানিতে ম্যানজিওন নীল সোয়েটার এবং খাকি প্যান্ট পরিহিত অবস্থায় উপস্থিত হন। তার পায়ে শিকল বাঁধা ছিল। কক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক, সাধারণ মানুষ ও আদালতের কর্মীরা। শুনানির বাইরে কয়েকজন বিক্ষোভকারী 'লুইজি আমাদের মুক্ত করেছে' লেখা প্ল্যাকার্ড নিয়ে তার পক্ষে সমর্থন জানায়।

ম্যানজিওনকে পেনসিলভানিয়ার আল্টুনা শহরে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছে একটি ভুয়া পরিচয়পত্র, শনাক্তকরণ এড়ানোর জন্য তৈরি একটি 'ঘোস্ট গান', একটি পাসপোর্ট ও একটি হাতে লেখা নথি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। 

ম্যানজিওনকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। 

শুনানি প্রায় পুরোটাই নিয়মতান্ত্রিকভাবে এগিয়েছে। তবে ক্যারেন অ্যাগনিফিলো প্রসিকিউটরদের কাছে জানতে চান ম্যানজিওনের বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের করা হয়েছে। কেননা তার বিরুদ্ধে ইতোমধ্যেই নিউ ইয়র্কে রাজ্য পর্যায়ে সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগও আনা হয়েছে।

অ্যাগনিফিলো বলেন, একাধিক মামলা ও মৃত্যুদণ্ডযোগ্য একটি অভিযোগের কারণে পরিস্থিতি জটিল ও অস্বাভাবিক আকার ধারণ করেছে। তিনি বলেন, ৩০ বছরের ক্যারিয়ারে এমন কিছু দেখিনি।

নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের মতে, অভিযুক্ত ম্যানজিওন ২৪ নভেম্বর নিউইয়র্ক সিটিতে পৌঁছান ও ম্যানহাটনের একটি হোস্টেলে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অবস্থান করেন। এর ১০ দিন পরে থম্পসনের ওপর হামলা চালান।

অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’