ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে হত্যার অভিযোগে লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার চারটি মামলা দায়ের করেছে যার একটি মৃত্যুদণ্ডযোগ্য। বিবিসি সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
২৬ বছর বয়সী ম্যানজিওনকে পেনসিলভিনিয়া থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়। কারাগারের কমলা রঙের পোশাক ও হাতকড়া পরিহিত ম্যানজিওনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখে আদালতে নিয়ে যান। তার আইনজীবীরা জামিনের আবেদন দাখিল না করায় আপাতত তিনি কারাগারেই থাকছেন।
মাত্র ১৫ মিনিটের শুনানিতে ম্যাজিস্ট্রেট জাজ ক্যাথরিন পার্কার ম্যানজিওনের অধিকারগুলো পড়ে শোনান। অধিকার অনুযায়ী তিনি চাইলে চুপ থাকতে পারবেন। এরপর তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগ পড়া হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে গোপনে অনুসরণ করার দুটি অভিযোগ, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত একটি অভিযোগ ও একটি আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ডের অভিযোগ। এই অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সম্ভাবনা থাকে।
শুনানিতে ম্যানজিওন নীল সোয়েটার এবং খাকি প্যান্ট পরিহিত অবস্থায় উপস্থিত হন। তার পায়ে শিকল বাঁধা ছিল। কক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক, সাধারণ মানুষ ও আদালতের কর্মীরা। শুনানির বাইরে কয়েকজন বিক্ষোভকারী 'লুইজি আমাদের মুক্ত করেছে' লেখা প্ল্যাকার্ড নিয়ে তার পক্ষে সমর্থন জানায়।
ম্যানজিওনকে পেনসিলভানিয়ার আল্টুনা শহরে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছে একটি ভুয়া পরিচয়পত্র, শনাক্তকরণ এড়ানোর জন্য তৈরি একটি 'ঘোস্ট গান', একটি পাসপোর্ট ও একটি হাতে লেখা নথি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
ম্যানজিওনকে বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।
শুনানি প্রায় পুরোটাই নিয়মতান্ত্রিকভাবে এগিয়েছে। তবে ক্যারেন অ্যাগনিফিলো প্রসিকিউটরদের কাছে জানতে চান ম্যানজিওনের বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের করা হয়েছে। কেননা তার বিরুদ্ধে ইতোমধ্যেই নিউ ইয়র্কে রাজ্য পর্যায়ে সন্ত্রাসবাদের উদ্দেশ্যে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে। এখন তার বিরুদ্ধে ফেডারেল অভিযোগও আনা হয়েছে।
অ্যাগনিফিলো বলেন, একাধিক মামলা ও মৃত্যুদণ্ডযোগ্য একটি অভিযোগের কারণে পরিস্থিতি জটিল ও অস্বাভাবিক আকার ধারণ করেছে। তিনি বলেন, ৩০ বছরের ক্যারিয়ারে এমন কিছু দেখিনি।
নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের মতে, অভিযুক্ত ম্যানজিওন ২৪ নভেম্বর নিউইয়র্ক সিটিতে পৌঁছান ও ম্যানহাটনের একটি হোস্টেলে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অবস্থান করেন। এর ১০ দিন পরে থম্পসনের ওপর হামলা চালান।
অভিযোগ প্রমাণিত হলে তিনি মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন।