X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫ 

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৯৫ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ৬ দশমিক ৮ মাত্রার কম্পনে আরও ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, তিব্বতের দিকে অন্তত ৯৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল তারা। 

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এভারেস্টের উত্তরাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত চীনা গ্রাম তিংগ্রিতে ভূমির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। মার্কিন প্রতিষ্ঠান ইউএস জিওলজিক্যাল সার্ভিস এই ভূমিকম্পের মাত্রা পরিমাপ করেছে ৭ দশমিক ১।

ভবনের ধ্বংসাবশেষের আঘাতে বিধ্বস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্স

ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় চীন, নেপাল ও ভারতের উত্তরাঞ্চল প্রায়শই মারাত্মক ভূমিকম্পের শিকার হয়।

২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে নেপালের নয় সহস্রাধিক মানুষ প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও অনেকে। ভয়াবহ সেই দুর্যোগে এভারেস্ট বেজক্যাম্পে থাকা অন্তত ১৮ জন পর্বতারোহী ভূমিধসে মারা যান।

মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল এভারেস্টের ৮০ কিলোমিটার উত্তরে ছিল।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত সীমান্তবর্তী সাতটি পাহাড়ি জেলায় কম্পন টের পাওয়া গেছে। সংস্থাটির মুখপাত্র দিজান ভাত্তারাই রয়টার্সকে বলেছেন, এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের রেশ টের পাওয়া গেছে ভুটানের রাজধানী থিম্পু ও ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ বিহারে। এখন পর্যন্ত বিহারে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভারত ও ভুটানের কর্মকর্তারা।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’