X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় বেসামরিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত আইন সংশোধন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১২:১৩আপডেট : ২০ মার্চ ২০২৫, ১২:১৩

ইন্দোনেশিয়াতে এখন থেকে বেসামরিক পদে আরও বেশি হারে নিয়োগ পাবেন সামরিক কর্মকর্তারা। বৃহস্পতিবার (২০ মার্চে) এ রকম একটি সামরিক বিলে সংশোধনী অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে বিলটি নিয়ে সুশীল সমাজে কঠোর সমালোচনা চলছে। তাদের দাবি, বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে পারে এই বিল। তাদের আশঙ্কা, সামরিক কর্মকর্তারা বেসামরিক ক্ষেত্র দাপিয়ে বেড়ালে সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর মতো আরেকটি নিউ অর্ডার যুগ দেখা দিতে পারে।

তবে তাদের আশঙ্কার সঙ্গে একমত নন পার্লামেন্টারি স্পিকার পুয়ান মহারানি। প্লেনারি কাউন্সিলে বিলের ওপর ভোট কার্যক্রমের নেতৃত্ব এবং আনুষ্ঠানিকভাবে এটিকে আইনে পরিণত করার ঘোষণা দেন তিনি। স্পিকার বলেছেন, আইনটি পুরোপুরি গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সামরিক বাহিনীর ভূমিকা আরও বিস্তৃত করেছেন। সুহার্তোর আমলে বিশেষ বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। সুবিয়ান্তোর আমলে এমন কিছুক্ষেত্রে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে যা আগে শুধুই বেসামরিক প্রশাসনের দায়িত্ব ছিল। যেমন বিনামূল্যে শিশুদের খাবার বিতরণ কর্মসূচি।

রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে সামরিক বাহিনীর সংশ্লিষ্টতার সমালোচনা করে আসছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং দায়মুক্তির সংস্কৃতি তৈরি হতে পারে।

তবে তাদের আশ্বস্ত করতে সরকার পক্ষ থেকে বলা হয়েছে, বিল অনুযায়ী, স্টেট সেক্রেটারিয়েট এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ বেসামরিক পদ গ্রহণের আগে সেনাবাহিনী থেকে কর্মকর্তাদের পদত্যাগ করার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, সামরিক কর্মকর্তারা যেন ক্ষমতা কাজে লাগিয়ে বাণিজ্যে জড়িয়ে না পড়েন, সেটা প্রতিহত করতে তাদেরকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন এক আইনপ্রণেতা।

অবশ্য, এসব বক্তব্যে আশ্বস্ত হননি সাধারণ মানুষ। বিভিন্ন গণতান্ত্রিক গোষ্ঠী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে যাচ্ছে তারা।

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
সর্বশেষ খবর
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
‘আ.লীগের পুনর্বাসন মানবো না’, হেফাজতের মহাসমাবেশে হাসনাত
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের সমাবেশ: টিএসসিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কর্মীরা
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
হেফাজতের মহাসমাবেশে ব্ল্যাসফেমি আইনের দাবি মুফতি আব্বাসীর
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’