X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়ায় ১৭ জনকে হত্যার দাবি বিদ্রোহী গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১৫:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫:৩৯

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিগত কয়েকদিনে ১৭ জনের বেশি মানুষকে হত্যার দাবি করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহীরা এ কথা বলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাপুয়ান বিদ্রোহীদের এক মুখপাত্র সেবি সামবম বলেছেন, গত ৬ এপ্রিল থেকে ১৭ জনের বেশি মানুষকে হত্যা করেছে তারা। কেবল বুধবারই পাঁচজনকে হত্যা করা হয়। তাদের দাবি, নিহতরা আসলে সেনা সদস্য ছিলেন, যারা স্বর্ণখনির শ্রমিকবেশে অভিযানে এসেছিলেন। 

সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সেবি বলেছেন, ইন্দোনেশিয়া সরকারের সেনাবাহিনী যদি আমাদের ধাওয়া করতেই চায়, তাদের কাছে আমার অনুরোধ, দেকাই শহরে আসুন। আমরা এখানেই আছি।

এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রেগা ওয়েনাস বলেছেন, ১১ জন খনি শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতরা সেনাসদস্য- বিদ্রোহীদের এই বক্তব্য অস্বীকার করে তিনি বলেছেন, এগুলো ভুয়া খবর।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে ভয়াবহতম হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন ফ্রেগা। এর আগে ২০১৮ সালে, পাহাড়ি এনদুগা এলাকায় ২১ জন সড়ক নির্মাণ শ্রমিককে হত্যা করেছিল বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী।

পৃথক এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, সংঘাতের এলাকা থেকে ৩৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুইজনকে জিম্মি করে রেখেছে বিদ্রোহীরা।

১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে পাপুয়া অঞ্চল। তারপর থেকেই সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে স্বাধীনতার দাবিতে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলে আসছে।

দীর্ঘ একটা সময় সংঘাতের মাত্রা অল্প  হলেও দিনে দিনে এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। বিদেশিদের জিম্মি করার মতো অপরাধও সংঘটিত করেছে তারা। এক নিউ জিল্যান্ডের বিমানচালক ১৯ মাস জিম্মি রাখার পর গত বছর মুক্তি দেওয়া হয়।

ইদানীং বিদ্রোহীদের অস্ত্রভান্ডারও সমৃদ্ধ হচ্ছে। কালোবাজার থেকে সংগ্রহ করে অথবা বিভিন্ন সেনাচৌকিতে চোরাগোপ্তা হামলা চালিয়ে নিজেদের আরও সশস্ত্র করে তুলছে তারা।

/এসকে/
সম্পর্কিত
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
ইউক্রেনের কাছে এফ-১৬ প্রশিক্ষণ বিমান বিক্রয়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে