X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি করলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১০:৫১আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫১

জম্মু ও কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই বিষয়ে আলাপকালে, ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরো দেশ ঐক্যবদ্ধ। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে ফাঁকা দাবি করার বদলে এখন সরকারের উচিত দায় স্বীকার করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

হামলার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি তারিক কাররার সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সংযুক্ত আরব আমিরাত এবং একজন নেপালের নাগরিক ছিলেন। এছাড়া দুইজন স্থানীয় বাসিন্দাও রয়েছেন।

পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়েবার গোপন সহযোগী (শ্যাডো গ্রুপ) দ্য রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলাকারীর পরিচয় নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি।

পাহালগাম হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জি মেলানিসহ বিশ্বনেতারা। তারা সবাই ভারতের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

/এসকে/
সম্পর্কিত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
মুক্ত গণমাধ্যমের ধারণাটিই ত্রুটিপূর্ণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত মর্যাদা বাতিলের হুমকি ট্রাম্পের
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
জিম্বাবুয়ের বিপক্ষে ফিট হয়ে ফিরছেন স্টোকস
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’