X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৬

সুইডেনের আপসালা শহরে অতর্কিত বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) শহরের কেন্দ্রের দিকে ভাকসালা স্কয়ারের নিকটবর্তী এক সেলুনে এই গোলাগুলি সংঘটিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একটি স্কুটার নিয়ে পালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই প্রতিবেদন যখন তৈরি করা হচ্ছে, তখন পর্যন্ত হামলাকারী পলাতক ছিল।

সুইডিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল টিভিফোরকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুরো ঘটনা অনেকটা চোখের পলকে ঘটে গেছে।

আরেক ব্যক্তি জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়িতে রান্না করছিলেন। সে সময় রাস্তা থেকে বাজি ফাটানোর মতো জোরালো শব্দ শুনতে পান।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, হামলার শিকার এক ব্যক্তির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে এক গ্যাং লিডারের আত্মীয়ের ওপর পরিকল্পিত হামলা চালানোর অভিযোগ ছিল।

স্থানীয় পুলিশের মুখপাত্র ম্যাগনাস জ্যানসন ক্ল্যারিন জানিয়েছেন, হামলাকারীকে ধরতে ব্যাপক পরিসরে অভিযান চলমান আছে। 

সন্দেহভাজন ব্যক্তির পালিয়ে যাওয়া ঠেকাতে কিছুক্ষণের জন্য ওই শহরের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়। এছাড়া, সন্দেহভাজনকে খুঁজে বের করতে হেলিকপ্টার দিয়ে চক্কর কাটছে পুলিশ।

হামলাস্থলের পার্শ্ববর্তী ঘরবাড়িতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আপসালা শহরের অন্যতম জনপ্রিয় বার্ষিক আয়োজন, ওয়ালপুরগিস বসন্ত উৎসবের প্রাক্কালে এই গোলাগুলির ঘটনা ঘটলো। এই উৎসবকে ঘিরে শহরের রাস্তায় মানুষের ঢল নামে। তবে, হামলার কারণে উৎসবের নিরাপত্তা নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে।

অবশ্য, নগরবাসীকে আশ্বস্ত করে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেই মনে করছে তারা। কেননা, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই হামলাটি ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা এবং বৃহৎ পরিসরে নগরবাসীর কোনও ঝুঁকি নেই।

সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে অতর্কিত গোলাগুলি এবং অপরাধ গ্যাংগুলোর মধ্যে মারামারির ঘটনার বৃদ্ধি পাচ্ছে। ফেব্রুয়ারিতে, অরেব্রো শহরে এক বয়স্ক শিক্ষা কেন্দ্রে এক অতর্কিত বন্দুক হামলায় ১০ জন নিহত হন।

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বিদ্যমান আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার চিন্তা করছে সুইডিশ সরকার।

/এসকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক