X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতের বিরুদ্ধে অভিযানকে ১৯৭১ সালের প্রতিশোধ বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ১৪:১৬আপডেট : ১৬ মে ২০২৫, ১৭:১৩

পাকিস্তানের বুনিয়ান উম মারসুস অভিযানের মধ্য দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাঞ্জাবের পারসুর ক্যান্টনমেন্টে সেনাদের প্রতি বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এবং জিও নিউজ এ খবর জানিয়েছে।

কাশ্মিরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে সিঁদুর অভিযান নামে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে ভারত। তাদের দাবি, পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই কেবল হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করলে পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। অবশেষে মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

ভারতের বিরুদ্ধে অভিযানের জন্য পাকিস্তানি সেনাদের বীরত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শরিফ। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে আপনারা ভিন্ন একটি যুদ্ধে অংশগ্রহণ করলেও এর মধ্য দিয়ে হিন্দুস্থানের বিরুদ্ধে ১৯৭১ সালের প্রতিশোধ নেওয়া হয়েছে।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি এবং সরকারবিরোধী তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও বিতর্কিত মন্তব্য করেছিলেন শরিফ। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা নিয়ে তিনি বলেন, পাকিস্তানবিরোধী আন্দোলনের নেতা তার কাজের পরিণতি ভোগ করছেন।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
সর্বশেষ খবর
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপে চোখ রেখে শ্রীলঙ্কা সিরিজে খেলবে বাংলাদেশ
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল