X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

মস্কোর রোষানলে ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ১৪:২৫আপডেট : ২১ মে ২০২৫, ১৪:২৫

ইউক্রেন যুদ্ধসংক্রান্ত সমালোচনামূলক প্রতিবেদনের কারণে ক্রেমলিনের রোষানলে পড়েছেন রুশ সাংবাদিক গ্যালিনা টিমশেনকো। রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ মঙ্গলবার (২০ মে) দাবি করেছে, প্রতিবেশী দেশ লাটভিয়ায় একটি প্রকাশনা পরিচালনা করছেন টিমশেনকো, যেখান থেকে রাশিয়া বিরোধী খবর প্রচার করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, অবাঞ্ছিত এক প্রতিষ্ঠানের (মেডুজা পাবলিকেশনস) কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং অনাকাঙ্ক্ষিত ভিডিও প্রচার করে জনমত বিপথে পরিচালনা দায়ে মামলাটি দায়ের করা হয়েছে।

রাশিয়ার সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত করার মতো হুমকি তৈরির অভিযোগে কোনও প্রতিষ্ঠানকে অবাঞ্ছিত ঘোষণা করে মস্কো। এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এমনকি বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের রয়েছে।

ইউক্রেনে তিন বছর আগে পূর্ণ সামরিক আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধের বিস্তারিত খবর প্রকাশ করে আসছে মেডুজা। সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে টিমশেনকোর ছয় বছরের কারাদণ্ড হতে পারে।

মেডুজার আগে রাশিয়ার প্রকাশনা পরিচালনা করতে টিমশেনকো। তবে গত বছর তাকে বিদেশি চর আখ্যা দিলে পরিস্থিতি পালটে যায়। সোভিয়েত আমলের এই আখ্যা এখনও রাশিয়ায় নেতিবাচক অর্থ বহন করে এবং যার কারণে যথেষ্ট আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়।

শত শত রুশ নাগরিককে বিদেশি চর আখ্যা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিরোধীদের দমনে আইন প্রয়োগ অনুমোদন করেছে পার্লামেন্ট। তখন থেকেই রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনে বহু মানুষকে অর্থ বা কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ওইসব অভিযোগের কতগুলো আসল ছিল, তা নির্মোহভাবে প্রমাণ করার মতো নিরপেক্ষ কোনও গোষ্ঠী পদক্ষেপ নেয়নি।

/এসকে/
সম্পর্কিত
সিরিয়ার এইচটিএস গোষ্ঠীর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান
বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স