X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

লিবিয়ার স্বঘোষিত সরকারের ক্ষমতা হস্তান্তর

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ১৮:১০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:১৬
image

জাতিসংঘ সমর্থিত লিবিয়ান ঐক্য সরকারের সমর্থকেরা জাতিসংঘ-সমর্থিত প্রেসিডেন্সি কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে লিবিয়ার একাংশের নিয়ন্ত্রণে থাকা রাজধানী ত্রিপোলিভিত্তিক স্বঘোষিত সরকার। দেশটির বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে তারা এই ঘোষণা দেয়। স্বঘোষিত ন্যাশনাল সালভেশন সরকার তাদের বিবৃতিতে বলেছে যে, রক্তপাত এড়াতে এবং দেশের বৃহত্তর স্বার্থে তারা তাদের মন্ত্রীসভা বিলুপ্ত করছে। তাদের মন্ত্রীসভার বিলোপকে জাতিসংঘ সমর্থিত সরকারের প্রতি নীরব সম্মতি বলেই মনে করা হচ্ছে। তবে আরও একটি স্বঘোষিত সরকার থেকে গেছে যারা জাতিসংঘের সমর্থিত সরকারের বিরোধী।
২০১৪ সালে মিলিশিয়া বাহিনীর সাথে এক সংঘর্ষের পর লিবিয়ার নির্বাচিত সরকার ত্রিপোলি থেকে দেশের পূর্বাঞ্চলে পালিয়ে যায়। এরপর থেকে ইসলামপন্থী ন্যাশনাল সালভেশন সরকার সেখানকার নিয়ন্ত্রণ নেয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই তাদের স্বীকৃতি দেয়নি।
বিবিসির উত্তর আফ্রিকা সংবাদদাতা বলছেন, ত্রিপোলির সরকারের বিলুপ্তির ফলে জাতিসংঘ সমর্থিত একটি ঐক্যমত্যের সরকারের জন্য দেশটির বিভক্ত হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনার পথ সুগম হলো। গত সপ্তাহেই জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সিরাজ ত্রিপোলিতে পৌছান। এরপর থেকে তারা ত্রিপোলির একটি নৌঘাটিতে অবস্থান করছেন। তবে উত্তর পূর্বাঞ্চলের তবরুক অঞ্চলে এখনও একটি স্বঘোষিত সরকার রয়ে গেছে। তারাও জাতিসংঘ সমর্থিত ঐক্য সরকারকে মেনে নেয়নি।
সিরাজসহ নয় সদস্যের একটি কাউন্সিল এই সরকার পরিচালনা করবে। লিবিয়ায় এখনো একাধিক সরকার বিভিন্ন অঞ্চল থেকে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পূর্বাঞ্চলে আরেকটি সরকার রয়েছে যাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংসদও আছে। ত্রিপোলিতেও আরেকটি কর্তৃপক্ষ রয়েছে যারা এখনো জাতিসংঘ সমর্থিত কর্তৃপক্ষকে সমর্থন দেয়নি। বিভিন্ন সশস্ত্র আঞ্চলিক গোষ্ঠিগুলোর মধ্যেও নতুন এই কর্তৃপক্ষকে সমর্থন দেয়ার বিষয়ে বিভক্তি রয়েছে।

উল্লেখ্য, চার বছর আগে ন্যাটো সমর্থিত এক বিদ্রোহের মধ্য দিয়ে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া সংঘাত রূপ নেয় গৃহযুদ্ধে। লিবিয়া সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা পদক্ষেপও উল্লেখযোগ্য কোনও ইতিবাচক ফল বয়ে আনতে পারেনি। সংঘাত রয়েই গেছে। জাতিসংঘ সমর্থিত ঐকমত্যের সরকারকে প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করে দেশটির পার্লামেন্ট। চলমান অস্থিরতা নিরসনে জাতিসংঘের উদ্যোগে বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে গত ডিসেম্বরে নতুন ওই সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সূত্র: গায়িয়ান
/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!