X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতি

আরও ২০০ মিলিয়ন পেসো ফেরত দিলেন সেই ক্যাসিনো ব্যবসায়ী

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১৩:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৩:৩৪
image

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করে ফিলিপাইনে পাঠানোর সঙ্গে জড়িত সন্দেহভাজন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং আরও ২০০ মিলিয়ন পেসো (ফিলিপাইনের মুদ্রা), যা প্রায় ৪৩ লাখ ডলারের সমপরিমাণ, ফিলিপাইনের মুদ্রাপাচার নিয়ন্ত্রক সংস্থা অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)-র কাছে ফেরত দিয়েছেন।

তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেড সোমবার ওই অর্থ ফেরত দেয় বলে ফিলিপাইনের সিনেট কমিটির মঙ্গলবারের শুনানিতে এএমএলসি-র নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদ জানিয়েছেন। এ সময় আবাদ বলেন, ‘এই অর্থ বাংলাদেশের জনগণের কাছে পাঠানো হবে।’

আরও পড়ুন: আরসিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিলিপাইন!

কিম অং

ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার জানিয়েছে, এ নিয়ে এই ক্যাসিনো ব্যবসায়ী মোট ৯৮ লাখ ডলার ফেরত দিয়েছেন। কিম অংয়ের পক্ষ থেকে গত ৩১ মার্চ ৪৬ লাখ ৩০ হাজার ডলার এবং ৪ এপ্রিল আট লাখ ৩০ হাজার ৫৯৫ ডলার এএমএলসি-কে ফেরত দেওয়া হয়।

এর আগে অং জানিয়েছিলেন, তিনি ৪৫০ মিলিয়ন পেসো এএমএলসি-র কাছে জমা দেবেন। এ বিষয়ে সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর গুইনগোনা জিজ্ঞেস করলে অং আবারও নিশ্চিত করেছেন যে, তিনি ওই অর্থ ফেরত দেবেন।

আরও পড়ুন: ৩ বার সতর্কতামূলক বার্তা পেয়েও আমলে নেয়নি ফিলিপাইনের ব্যাংক

ওই ৪৫০ মিলিয়ন পেসো শুহুয়া গাও নামে এক চীনা ব্যবসায়ীর কাছ থেকে ধার পরিশোধ হিসেবে পেয়েছিলেন বলে দাবি কিম অংয়ের। এই অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন অং, তার অংশ হিসেবেই সোমবার ২০০ মিলিয়ন পেসো দিয়েছেন তিনি। অং জানান, বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজের নামে দুজন এই আন্তর্জাতিক অর্থ চুরির সঙ্গে যুক্ত রয়েছেন।

অং জানিয়েছিলেন, ওই ৮১ মিলিয়ন ডলার থেকে মাইডাস এবং সোলেয়ার ক্যাসিনোতে পাঠানো হয় ৬৩ মিলিয়ন ডলার। প্রায় ১৭ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলরেমের কাছে।

আরও পড়ুন: ফিলিপাইনের ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রশ্নবিদ্ধ

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে। এরপর ওই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ পাঠানো হয় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে। সূত্র: ইনকোয়ারার। 

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান
বিমান চলাচলের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ