X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কেবল সামরিক প্রচেষ্টায় সিরীয় সঙ্কটের সমাধান হবে না: ওবামা

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৭
image

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কেবলমাত্র সামরিক প্রচেষ্টার মধ্য দিয়ে সিরীয় সঙ্কটের নিরসন সম্ভব নয়। সিরিয়ায় মার্কিন বাহিনীর স্থলযুদ্ধের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেন সিরিয়ায় স্থলসেনা পাঠিয়ে আসাদ সরকারকে উৎখাতের চেষ্টা করলে তা হবে বড় ভুল।’

ওবামা

ওবামা মন্তব্য করেন, তার শাসনামলের শেষ নয় মাসে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএসকে (ইসলামিক স্টেট) নির্মূল করা সম্ভব নয়। তবে আইএসের অভিযানের পরিসর আস্তে আস্তে সঙ্কুচিত করে আনার চেষ্টার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মার্চে গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস-র উদ্যোগে করা এক বিশ্লেষণের বরাত দিয়ে  ডেইলি মেইলের এক খবরে বলা হয়, ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে নিজেদের দখল করা প্রায় ১০ শতাংশ ভূমির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আর ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৪ মাসে সিরিয়া ও ইরাকে দখল করা ২২ শতাংশ ভূমি হারিয়েছে তারা। আইএইচএস-র বিশ্লেষণে বলা হয়, তুর্কি-সিরীয় সীমান্তের উপর থেকে নিয়ন্ত্রণ হারানোর পর থেকে আইএস তেল চোরাচালান থেকে আসা আয়ের ৪০ শতাংশ হারায়। নিরাপত্তা সূত্রগুলো তাদের জানায়, সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া যুক্তরাজ্যের জিহাদিদের সংখ্যাও আগের তুলনায় হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: তিনমাসে দশ শতাংশ অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানরত ওবামা সিরিয়া পরিস্থিতিকে বিচিত্র জটিলতায় ভরা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এর কোনও সহজ সমাধান নেই। আমাদের জন্য সিরিয়ার দীর্ঘস্থায়ী সঙ্কটের সমাধান করার কাজটি শুধুই সামরিক প্রক্রিয়া ও স্থলঅভিযানের মধ্য দিয়ে অর্জন করা সম্ভব নয়।’

আইএস

ওবামা জানান, মার্কিন নেতৃত্বাধীন জোট রাকার মতো জায়গাগুলোতে বিমান হামলা অব্যাহত রাখবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরীয় সঙ্কটের স্থায়ী সমাধানের জন্য রাশিয়া-ইরানসহ সব পক্ষকে আলোচনার টেবিলে বসাতে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন: আইএসের হাত থেকে সিরীয় শহর পুনরুদ্ধার

উল্লেখ্য, পাঁচ বছর ধরে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হন। বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ১০ লাখ মানুষ। সূত্র: বিবিসি, ডেইলি মেইল

/বিএ/

সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?