X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

পুরুষ মডেলের আদলে মোনালিসাকে এঁকেছিলেন ভিঞ্চি!

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ১৯:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ১৯:৫২
image

মোনালিসাকে তার শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি যে কেবল একজন নারীর আদলে নির্মাণ করেননি, এমন গুঞ্জন উঠেছিলে আগেই। আশঙ্কা করা হচ্ছিল কেবল নারী নয়, মোনালিসাকে নারী আর পুরুষের সমন্বয়ে নির্মাণ করেছিলেন শিল্পী। এবার সেই আশঙ্কার পক্ষে যুক্তি সরবরাহ করলেন ইতালির গবেষকরা।

এর আগে ২০১১ সালে ইতালির ন্যাশনাল কমিটি ফর কালচারাল হেরিটেজ-এর তৎকালীন প্রেসিডেন্ট সিলভানো ভিনসেতি দাবি করেন, ‘মোনালিসা’ চিত্রকর্মটিতে যে হাসি দেখা যায়, তা একজন পুরুষের। ত্রখন তার ওই দাবি চিত্রশিল্পী এবং গবেষকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তবে তিনি তার দাবির বিপরীতে কেবল ধারণাটাই সামনে তুলে ধরতে পেরেছিলেন।

আরও পড়ুন: সেই বাবল রানারের সমুদ্রপথে হেঁটে যাওয়ার প্রচেষ্টা আবারও ব্যর্থ

মোনালিসা এবং সেইন্ট জন দ্য ব্যাপ্টিস্ট

তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, লিওনার্দো দা ভিঞ্চির বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ কেবল একজন নারী বা একজন পুরুষকে ভিত্তি করে তৈরি চিত্রকর্ম নয়। বরং এতে নারী-পুরুষের সমন্বয় তুলে ধরেছিলেন লিওনার্দো। ইতালির ছবি শনাক্তকারী গোয়েন্দা (আর্ট ডিটেক্টিভ) সিলভানো ভিনসেতির বলছেন, ওই চিত্রকর্মের মডেল হয়েছিলেন একজন নারী এবং একজন পুরুষ।

সিলভানো বলেন, ‘প্যারিসের লুভর মিউজিয়ামে রক্ষিত মোনালিসা’ চিত্রকর্মটিতে একজন নারী এবং একজন পুরুষ মডেল হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ এই দাবি করে আসছিলেন। এর আগে ঐতিহাসিক লিসা গেরারদিনি নারী মডেলের পরিচয় জানিয়েছিলেন, ফ্লোরেন্তিনার সিল্ক ব্যবসায়ী ফ্রান্সিসকো দেল জিওকোন্দোর স্ত্রী ছিলেন ওই চিত্রকর্মের মডেল।’

আরও পড়ুন: কথিত রাষ্ট্রদ্রোহীদের সাজা দিলো নেহেরু বিশ্ববিদ্যালয়

সিলভানো জানান, ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে  ‘মোনালিসা’-র বিশ্লেষণে, চিত্রকর্মটির একটি স্তরে এক নারীর প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু ওই নারীর মুখে হাসি ছিল না, বরং সেখানে ছিল বিষাদের ছায়া।’

মোনালিসা-র ওপর ইনফ্রারেড পরীক্ষা চালানো হয়

দ্বিতীয় মডেল সম্পর্কে তিনি জানান, সম্ভবত পুরুষ মডেলটি ছিলেন লিওনার্দোর শিক্ষানবীশ গিয়ান গিয়াকোমো কাপ্রোত্তি, যিনি ‘সালাই’ নামে পরিচিত ছিলেন। এর আগেও ‘সালাই’ লিওনার্দোর বিখ্যাত চিত্রকর্ম ‘সেইন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’ সহ কয়েকটি চিত্রকর্মের মডেল হয়েছিলেন। সেসব চিত্রকর্মের সঙ্গে ‘মোনালিসা’র অনেক সাদৃশ্য পাওয়া যায় বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সুইফট সিস্টেম হ্যাক করা হয়েছিল: ব্রিটিশ নিরাপত্তা গবেষকদের দাবি

সিলভানো বলেন যে, ‘লিওনার্দোর চিত্রকর্ম তার চিন্তার সঙ্গে সম্পর্কিত। তিনি মনে করতেন নারী-পুরুষের সমন্বয়েই একজন আদর্শ মানুষের ছবি ফুটে উঠতে পারে। এজন্য লিওনার্দো দা ভিঞ্চি ‘মোনালিসা’-র মাঝে একইসঙ্গে নারী-পুরুষের চিত্র তুলে ধরেছিলেন।’ সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বরখাস্তের কয়েক ঘণ্টা পর পুতিনের সাবেক পরিবহনমন্ত্রীর ‘আত্মহত্যা’
মস্কো অঞ্চলে রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো