X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

‘হোটেল রুয়ান্ডা হিরোর’ ২৫ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৪

রুয়ান্ডা গণহত্যার সময় মানুষ বাঁচানোর চেষ্টা করে বীর আখ্যা পাওয়া পল রসেসেবাগিনাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই দণ্ড দেয় রুয়ান্ডার আদালত। তবে এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে শুনানিতে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন রসেসেবাগিনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৮ সালে এক হামলায় নয় বেসামরিক হত্যার ঘটনায় অভিযুক্ত হন পল রসেসেবাগিনা। তার বিরুদ্ধে অভিযোগ নির্বাসনে থেকে হামলা চালানো বিদ্রোহী গ্রুপটিকে সমর্থন দেন তিনি। তার পরিবারের অভিযোগ তাকে জোর করে রুয়ান্ডায় নেওয়া হয়েছে। এছাড়া তিনি ন্যায় বিচার পাননি বলেও অভিযোগ তাদের। বিচার প্রক্রিয়াকে লজ্জা আখ্যা দিয়ে সোমবারের রায় ঘোষণাও বয়কট করেন তিনি। জানান, এই বিচার থেকে ন্যায়বিচার আশা করছেন না তিনি।

সেলিব্রেটি চরিত্র থেকে পল রসেসেবাগিনার রাষ্ট্রীয় শত্রুতে পরিণত হওয়ার নেপথ্যে রয়েছে সরকারের সমালোচনা। গণহত্যার সময় বেশ কিছু মানুষের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসেন পল রসেসেবাগিনা। ১৯৯৪ সালের এপ্রিলে একশ’ দিনের মধ্যে আট লাখ মানুষ হত্যার শিকার হয়। এদের বেশিরভাগই তুতসি নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য।

পল রসেসেবাগিনার উপর নির্মাণ করা হয় অস্কার পুরস্কারের জন্য মনোনীত ছবি হোটেল রুয়ান্ডা। এতে পল রসেসেবাগিনার চরিত্রে অভিনয় কনে ডন সেডল। হোটেল ম্যানেজার হিসেবে কর্মরত এই চরিত্রটি আশ্রয় প্রার্থী এক হাজারের বেশি মানুষের জীবন রক্ষা করেন।

২০০৫ সালে ছবিটি মুক্তির পর পল রসেসেবাগিনা ব্যাপক প্রশংসিত হন। আর তারপরই গণহত্যা পরবর্তী সরকার এবং প্রেসিডেন্টপল কাগামের সমালোচনা শুরু করেন তিনি। মানবাধিকার হরণ নিয়ে কথা বলার পাশাপাশি তিনি অভিযোগ করেন সরকার হুতুস জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

২০২০ সালের আগস্টে দুবাই থেকে পল রসেসেবাগিনাকে গ্রেফতার করে রুয়ান্ডার কর্তৃপক্ষ। তার অভিযোগ তাকে অপহরণ করে নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল জব্দ, গ্রেফতার-১
কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল জব্দ, গ্রেফতার-১
ঢাদসিক’র আয়োজনে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে সি৪০ প্রতিনিধিদল
ঢাদসিক’র আয়োজনে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে সি৪০ প্রতিনিধিদল
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে নেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে নেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার
ঢাকায় অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী
ঢাকায় অস্ট্রেলিয়ান খাদ্যপণ্যের প্রদর্শনী
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা