X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফের বিদ্রোহীদের দখলে ইথিওপিয়ার বিশ্ব ঐতিহ্যের শহর

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৭

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীরা ফের ঐতিহাসিক শহর লালিবেলা দখল করে নিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য কেন্দ্র শহরটির দখল বদলের সময় কোনও গোলাগুলি হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রাচীন পাথরে খোদাই করা চার্চের শহর লালিবেলা গত আগস্টে দখল করে টাইগ্রে বাহিনী। তবে ১১ দিন আগে শহরটি নিয়ন্ত্রণে নেয় কেন্দ্রীয় সরকারের বাহিনী।

প্রায় বছর জুড়ে চলা গৃহযুদ্ধে সম্প্রতি অগ্রগতি অর্জন করেছে কেন্দ্রীয় বাহিনী। তবে এতে শুরু হয়েছে মানবিক সংকট। জাতিসংঘ বলছে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক মানুষ ক্ষুধার্ত। টাইগ্রে, আমহারা এবং আফার অঞ্চলের প্রায় ৯০ লাখ মানুষের জরুরি খাদ্য সরবরাহ প্রয়োজন।

এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১১ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বাহিনী লালিবেলা ত্যাগ করা শুরু করে। তিনি বলেন, ‘সর্বশেষ ব্যাচটি আজ (রবিবার) সকালে চলে গেছে। গত রাতে আমরা দূরে গুলির শব্দ শুনেছি কিন্তু টাইগ্রে বাহিনী লালিবেলা ফের দখলে নেওয়ার সময় শহরে কোনও গোলাগুলি হয়নি।’

টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ব্যাপক প্রতিরোধমূলক আক্রমণ শুরু করেছে। লালিবেলার কাছে গাসেনা শহরেও হামলা চালানোর কথা জানিয়েছে তারা। টিপিএলএফ মুখপাত্র গেতাচেও রেডা এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের বাহিনী খুব, খুব, খুবই ভালো করছে!’

সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে শনিবার প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী ফ্রন্ট লাইনে (যুদ্ধ এলাকায়) ফিরে গেছেন এবং সরকারি বাহিনী টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লে অভিমুখে কৌশলগত একাধিক শহর ফের দখল করেছে।

গত সপ্তাহে লালিবেলার বাসিন্দারা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায় টাইগ্রে বাহিনী আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত শহরটি নিয়ন্ত্রণে রাখার সময়ে তারা পবিত্র স্থানগুলোর প্রতি শ্রদ্ধা দেখিয়েছে তবে বাসিন্দাদের জীবন কঠিন করে তুলেছে। এএফপির খবরে বলা হয় বিদ্রোহীরা খাবার এবং মোবাইল টেলিফোন দাবি করে। এছাড়া তারা মেডিক্যাল সরঞ্জামের দোকানগুলো লুট করে।

রবিবার এক প্রত্যক্ষদর্শী জানান, বহু বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন। কারণ তারা আশঙ্কা করছেন টাইগ্রে বাহিনী প্রতিশোধ নিতে পারে।

লালিবেলায় একশিলায় খোদাই করা ১১টি চার্চ রয়েছে। এগুলো ১২তম এবং ১৩তম শতাব্দীতে নির্মিত। ১৯৭৮ সালে এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

/জেজে/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়