X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

এক মাস পর মিললো অ্যামাজনে হারিয়ে যাওয়া ২ ভাই

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২২, ১২:৪০আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২:৪০

ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রায় এক মাসের মাথায় দুই আদিবাসী শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যামাজন রাজ্যের মানিকোরে এলাকার কাছে জঙ্গলে পাখি ধরতে গিয়ে গত ১৮ ফেব্রুয়ারি হারিয়ে যায় গ্লাউকো এবং গ্লেইসন ফেরেইরা। আট ও ছয় বছর বয়সের এই দুই শিশুকে গত মঙ্গলবার হঠাৎ খুঁজে পান স্থানীয় এক কাঠুরে।

অপুষ্টিতে আক্রান্ত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে চিকিৎসায় তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

দুই শিশু নিখোঁজ হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ ধরে তাদের সন্ধানে তল্লাশি চালায় স্থানীয় শত শত মানুষ। কিন্তু বর্ষা মৌসুমে অ্যামাজনে হারিয়ে যাওয়ায় তাদের পাওয়া যায়নি। এই মৌসুমে জঙ্গলে হাঁটাচলা এবং নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কঠিন হয়ে ওঠে।

জরুরি বিভাগ ২৪ ফেব্রুয়ারি তল্লাশি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্থানীয়রা শিশুদের খোঁজে তল্লাশি অব্যাহত রাখে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম অ্যামাজোনিয়া রিয়েল। সংবাদমাধ্যমটি জানায় প্রায় চার সপ্তাহ ধরে শিশুদের খুঁজে পায় গাছ কাটতে যাওয়া এক পুরুষ। শিশুদের বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তাদের খোঁজ মেলে। ওই শিশুরা বাবা-মায়ের সঙ্গে লাগো কাপানা সংরক্ষিত এলাকার পালমেরিয়া গ্রামে বসবাস করতো।

জানা গেছে, আশেপাশে ওই ব্যক্তির গাছ কাটার শব্দ শুনে সাহায্যের জন্য চিৎকার শুরু করে এক শিশু। সেই শব্দ অনুসরণ করে ওই ব্যক্তি রেইনফরেস্টের মাটিতে পড়ে থাকা অবস্থায় দুই শিশুকে খুঁজে পায়। সেসময় তারা দুর্বল এবং ক্ষুধার্ত থাকার পাশাপাশি তাদের ত্বকে নানা কাটাছেড়ার চিহ্ন পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই শিশু তাদের বাবা-মাকে জানিয়েছে হারিয়ে যাওয়ার পর বৃষ্টির পানি ছাড়া অন্য কিছু খাওয়া হয়নি তাদের।

খুঁজে পাওয়ার পর গ্লাউকো এবং গ্লেইসনকে প্রথমে মানিকোরে এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের হেলিকপ্টারে করে বৃহস্পতিবার সকালে মানাউসের আরেক হাসপাতালে নেওয়া হয়েছে।

অ্যামাজনে হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের জানুয়ারিতে বিমান দুর্ঘটনার শিকার হয়ে অ্যামাজনের দুর্গম এলাকায় ৩৬ দিন একাকি কাটাতে বাধ্য হন পাইলট অ্যান্টোনিও সিনা। এছাড়া ২০০৮ সালে ১৮ বছরের এক আদিবাসী তরুণ শিকারে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় ৫০ দিন খুঁজে পাওয়া গেলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
মিয়ানমারের মিলিশিয়া গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
হেগসেথের নির্দেশে ইউক্রেনের অস্ত্র পাঠানো বন্ধ হয়েছিল, জানতো না হোয়াইট হাউজ
সর্বশেষ খবর
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
সেরা সাঁতারুর খোঁজে বাছাই শুরু, আলোচনায় স্কোরবোর্ড ও ৪ কোটি টাকার গ্যাস বিল
সেরা সাঁতারুর খোঁজে বাছাই শুরু, আলোচনায় স্কোরবোর্ড ও ৪ কোটি টাকার গ্যাস বিল
কেউ যেন আর ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান
কেউ যেন আর ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান
ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তার বদলি
ডিএমপির ৪ পুলিশ কর্মকর্তার বদলি
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু