ভারপ্রাপ্ত সিইও মুরাতিকে সরিয়ে এবার ওপেনএআই’র নতুন সিইও হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আরেক টেক এক্সপার্ট এমেট শিয়ার। সোমবার (২০ নভেম্বর) তাকে ওপেনএআই প্ল্যাটফর্মের অন্তর্বর্তীকালীন সিইও ঘোষণা করা হয়েছে। তিনি অ্যামাজনের জনপ্রিয় ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সহ-প্রতিষ্ঠাতা। এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, ওপেনএআই প্ল্যাটফর্মের অন্তর্বর্তীকালীন নতুন সিইও হবেন, টুইচের সাবেক সিইও এমেট শিয়ার।
একই পোস্টে তিনি আরও জানান, ‘একটি নতুন উন্নত এআই গবেষণা দলের’ নেতৃত্ব দিতে মাইক্রোসফটে যোগ দেবেন স্যাম অল্টম্যান।
গত শুক্রবার (১৭ নভেম্বর) বোর্ড সিদ্ধান্তের জেরে চ্যাটজিটিপি'র মূল সংস্থা ওপেনএআই’র সিইও পদ থেকে স্যাম অল্টম্যানকে সরিয়ে দেওয়া হয়। চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অল্টম্যানের। তাকেই চ্যাটজিপিটি’র স্রষ্টা হিসেবে চেনে বিশ্ব। সেই অল্টম্যানকেই পদ থেকে সরালো ওপেনএআই।
আরও পড়ুন: যে কারণে দায়িত্ব থেকে সরানো হলো চ্যাটজিপিটি নির্মাতাকে
স্যাম অল্টম্যানকে সরিয়ে তার পদে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাতিকে। পরবর্তীতে তাকে স্থায়ীভাবে সংস্থাটির সিইও নিয়োগ করার কথা ছিলো। এর আগে, মুরাতি ওপেনএআই’র প্রধান প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে এবার মুরাতিকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তাকে স্থলাভিষিক্ত করেছেন এমেট শিয়ার। এর আগে, তিনি অ্যামাজনের গেম-স্ট্রিমিং সাইটের সিইও পদে দায়িত্বরত ছিলেন।