X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যেভাবে ‘পুণ্যের প্রচার ও পাপ ঠেকাবে’ তালেবানের নৈতিকতা পুলিশ

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯

কান্দাহার প্রদেশে তালেবানের পুণ্যের প্রচার ও পাপ দমন কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মৌলভী মোহাম্মদ শেবানি জানিয়েছেন, কীভাবে তাদের নৈতিকতা পুলিশ কাজ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

নৈতিকতা পুলিশ বাহিনী গঠনের পর অনেকেই আশঙ্কা করছেন তালেবানের প্রথম শাসনামলের অন্ধকার যুগ ফিরে আসার। তবে শেবানি বলছেন তারা, মানুষকে উৎসাহিত করবেন নীতি মানতে, সহিংসতা নয়। তার ভাষায়, আগে আমাদের কোনও লিখিত হ্যান্ডবুক ছিল না, এখন আছে।

সাক্ষাৎকারে শেবানি এই পুলিশবাহিনীর কাঠামো ও কীভাবে কাজ করবে তা তুলে ধরেছেন। তিনি জানান, গত বছর এই বিষয়ে তাদের একটি পকেট হ্যান্ডবুক প্রকাশ করা হয়েছে। এতে পুলিশ সদস্যদের জন্য গাইডলাইন রয়েছে।

হ্যান্ডবুকে যে কোনও আইনভঙ্গের ঘটনায় একাধিক পদক্ষেপ ও প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমত তাদের বিষয়টি বোঝানো, পরে আচরণ বদলাতে উৎসাহিত করা। এরপরও তারা যদিনা পাল্টায় তাহলে শক্তি প্রদর্শন একটি উপায় হতে পারে।

গাইডলাইনে চতুর্থ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে, এরপরও কোনও ব্যক্তি নিজের আচরণ না পাল্টায় এবং এতে যদি বড় ধরনের সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকে তাহলে তাকে হাত দিয়ে থামানো যেতে পারে।

তবে ১৯৯০ দশকে তালেবান শাসনের কয়েকটি কঠোর আইন পুনর্বহাল রাখা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, নারীদের বাড়ির বাইরে যেতে অবশ্যই একজন পুরুষ অভিভাবক সঙ্গে রাখা, নামাজ আদায় বাধ্যতামূলক এবং পুরুষদের দাড়ির দৈর্ঘ্যের শর্ত।

শিবানি জানান, মার্কিন ও আফগান বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের সময় তারা একটি পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছেন। এতে করে নৈতিকতা পুলিশ সদস্যরা নিয়মিত পুলিশ স্টেশনে একীভূত হবে। গ্রামীণ কান্দাহারে ১৮টি জেলা রয়েছে। প্রতিটিতে তার কমিশনের পাঁচ সদস্য রয়েছে।

তিনি বলেন, প্রতিটি এলাকায় প্রধান চারটি চেক পয়েন্ট রয়েছে। মন্ত্রণালয় থেকে প্রতিটিতে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা মুজাহিদিন ও মোল্লাদের সঙ্গে কাজ করছেন।

শেবানি বলেন, মানুষ কী করছে তা তারা পর্যবেক্ষণ করছে। মানুষ বেআইনি কিছু করছে কিনা তা আমরা এভাবে জানতে পারব। স্থানীয়দেরও অভিযোগ জানাতে উৎসাহিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নম্বর প্রকাশ করা হয়েছে। রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছে অপরাধমূলক যে কোনও বিষয়ে আমাদের দ্রুত অবহিত করার জন্য।

তিনি জানান, আপাতত তালেবানের ভয়ঙ্কর টহল দল রাস্তায় নামছে না। তার কথায়, কোনও টহল থাকবে না। আমরা জোর দিয়ে বলতে চাই যে, আমরা কারও বাড়িতে বা সমাবেশে প্রবেশ করব না। তাদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করব না।

মন্ত্রণালয়ের গাইডলাইনে কারও বাড়িতে পুলিশ সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। কোথাও আইনের লঙ্ঘন হলেও এটি না করতে বলা হয়েছে। গাইডলাইন অনুসারে, কোনও বাড়ি থেকে যদি সংগীত, টেলিভিশন ও বাজনার শব্দ আসে তাহলে তা থামানো উচিত। কিন্তু এটি করার জন্য বাড়িতে প্রবেশ করা যাবে না।

হ্যান্ডবুকে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি দান-খয়রাতে উৎসাহিত করার কথা বলা হয়েছে। এমনকি নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা, জোর করে বিয়ে ও বিবাহ বিচ্ছেদে নিষেধাজ্ঞার কথা উল্লেখ আছে। তবে এতে যুক্ত করা হয়েছে, কোনও নারী পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কারও সঙ্গে যোগাযোগ করতে পারবে না এবং তাদের একা বাড়ির বাইরে যাওয়া উচিত না।

এতে বলা হয়েছে, ধৈর্য্যের সঙ্গে হিজাব ও পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে বের হওয়া ঠেকাতে হবে।

/এএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ