মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে দেশটিতে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে বলেছেন, ‘সাম্প্রতিক রায়ে আমরা বিচলিত। প্রতিবেশী গণতন্ত্র হিসেবে ভারত মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।’
করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উসকে দেওয়ার অভিযোগে সোমবার সু চি-কে চার বছরের কারাদণ্ড দেন মিয়ামনারের সামরিক আদালত। পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, চার বছরের বদলে তাকে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সেনাপ্রধান মিন অং হ্লাং-এর আংশিক ক্ষমা হিসেবে তার সাজার মেয়াদ কমানোর এই ঘোষণা দেওয়া হয়।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করে জান্তা সরকার। এর মধ্যে সোমবার প্রথম রায় ঘোষণা করা হয়।