X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আসিয়ানের বৈঠকে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমার জান্তা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৬

এই মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটির সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। বৃহস্পতিবার আসিয়ানের বর্তমান চেয়ার কম্বোডিয়া এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে গত বছরের শেষের দিকে একটি শান্তি পরিকল্পনার ব্যাপারে আসিয়ানকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে ব্যর্থতার জন্য জোটের বৈঠকে মিয়ানমারের জান্তা সরকারের উপস্থিতির জোরালো বিরোধিতা করে কম্বোডিয়া।

পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বর্মি জান্তার সঙ্গে ফের যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইঙ্গিত দেন, জোটের পরবর্তী বৈঠকে সবকটি সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর পক্ষপাতী তার দেশ।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সৌনরি জানান, শান্তি পরিকল্পনার বিষয়ে অগ্রগতি না হওয়ায় জোটের অন্য সদস্য দেশগুলো বার্মিজ পররাষ্ট্রমন্ত্রী উনা মং লুইনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে আমরা দেশটির আসন খালি না রেখে অরাজনৈতিক প্রতিনিধিত্বকে উৎসাহিত করি।

বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চেয়ে রয়টার্সের তরফে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে ফোন করা হয়। তবে ওই ফোন রিসিভ করা হয়নি।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি-র নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ধরপাকড়ের শিকার হয়েছে সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়