X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফ্ল্যাট ও নিরাপত্তা পাবেন দিল্লির রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৫:২৫আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:৪৮

মিয়ানমার থেকে দিল্লি যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। বুধবার দেশটির এক মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের প্রতি মনোভাবে বদল আনছে দিল্লি।

দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন বিধানের রূপরেখা দিয়ে আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি টুইট বার্তায় লেখেন, ‘যারা আশ্রয় চেয়েছে তাদের সবসময়ই স্বাগত জানিয়েছে ভারত’। তিনি আরও লেখেন, ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এর প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করে। এছাড়া জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সকলইকেই আশ্রয় দেয়’।

ভারত ওই কনভেনশনে সই করা দেশ নয়। এই কনভেনশনে শরণার্থীদের অধিকার এবং তাদের রক্ষায় ইচ্ছুক দেশগুলোর বাধ্যবাধকতা বর্ণিত হয়েছে।

ভারতের আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি জানান, দিল্লি রোহিঙ্গাদের পূর্ণ পুলিশি সুরক্ষা দেওয়া হবে। তবে এই নিরাপত্তার ধরণ কেমন হবে তা স্পষ্ট করেননি তিনি। ভারতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন সহিংসার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পূর্বে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করেছে। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় লাখ লাখ রোহিঙ্গা। প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

এই বছরের শুরুর দিকের এক হিসেব অনুযায়ী দিল্লিতে প্রায় এক হাজার একশ’ এবং দেশটির অন্যান্য স্থানে প্রায় ১৭ হাজার রোহিঙ্গা রয়েছেন। এদের অনেকেই শ্রমিক, হকার, রিকশা চালকের মতো কাজ করে থাকেন।

রোহিঙ্গা অধিকার কর্মী আলি জোহর জানিয়েছেন, মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন আশঙ্কায় এই বছর প্রায় দুই হাজার মানুষ বাংলাদেশে চলে গেছে। প্রায় এক দশক আগে ভারতে আশ্রয় নেয় আলি জোহরের পরিবার। বর্তমানে দিল্লির একটি ভাড়া বাড়িতে বাস করেন তারা। এই অধিকার কর্মী বলেন, ‘আমরা জাতিসংঘের শরণার্থী কনভেনশনকে সম্মান করার বিবৃতি এবং রোহিঙ্গাদের উন্নত আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বাসনের পরিকল্পনাকে স্বাগত জানাই’।

তবে আলি জোহর ভারতের ডানপন্থী হিন্দু গ্রুপগুলোর রোষাণলে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন এই সুবিধা তাদের জন্য আটক কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘এটা যদি আটক কেন্দ্র হয়ে ওঠে তাহলে তা হবে আমাদের জন্য ভীতিকর’।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!