X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফ্ল্যাট ও নিরাপত্তা পাবেন দিল্লির রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৫:২৫আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:৪৮

মিয়ানমার থেকে দিল্লি যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট ও পুলিশি নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। বুধবার দেশটির এক মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের প্রতি মনোভাবে বদল আনছে দিল্লি।

দিল্লিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন বিধানের রূপরেখা দিয়ে আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি টুইট বার্তায় লেখেন, ‘যারা আশ্রয় চেয়েছে তাদের সবসময়ই স্বাগত জানিয়েছে ভারত’। তিনি আরও লেখেন, ভারত জাতিসংঘের শরণার্থী কনভেনশন ১৯৫১ এর প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করে। এছাড়া জাতি, ধর্ম, বিশ্বাস নির্বিশেষে সকলইকেই আশ্রয় দেয়’।

ভারত ওই কনভেনশনে সই করা দেশ নয়। এই কনভেনশনে শরণার্থীদের অধিকার এবং তাদের রক্ষায় ইচ্ছুক দেশগুলোর বাধ্যবাধকতা বর্ণিত হয়েছে।

ভারতের আবাসন ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হরদিপ সিং পুরি জানান, দিল্লি রোহিঙ্গাদের পূর্ণ পুলিশি সুরক্ষা দেওয়া হবে। তবে এই নিরাপত্তার ধরণ কেমন হবে তা স্পষ্ট করেননি তিনি। ভারতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচ্ছিন্ন সহিংসার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পূর্বে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করেছে। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় লাখ লাখ রোহিঙ্গা। প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

এই বছরের শুরুর দিকের এক হিসেব অনুযায়ী দিল্লিতে প্রায় এক হাজার একশ’ এবং দেশটির অন্যান্য স্থানে প্রায় ১৭ হাজার রোহিঙ্গা রয়েছেন। এদের অনেকেই শ্রমিক, হকার, রিকশা চালকের মতো কাজ করে থাকেন।

রোহিঙ্গা অধিকার কর্মী আলি জোহর জানিয়েছেন, মিয়ানমারে ফেরত পাঠানো হবে এমন আশঙ্কায় এই বছর প্রায় দুই হাজার মানুষ বাংলাদেশে চলে গেছে। প্রায় এক দশক আগে ভারতে আশ্রয় নেয় আলি জোহরের পরিবার। বর্তমানে দিল্লির একটি ভাড়া বাড়িতে বাস করেন তারা। এই অধিকার কর্মী বলেন, ‘আমরা জাতিসংঘের শরণার্থী কনভেনশনকে সম্মান করার বিবৃতি এবং রোহিঙ্গাদের উন্নত আবাসন ও সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বাসনের পরিকল্পনাকে স্বাগত জানাই’।

তবে আলি জোহর ভারতের ডানপন্থী হিন্দু গ্রুপগুলোর রোষাণলে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন এই সুবিধা তাদের জন্য আটক কেন্দ্র হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘এটা যদি আটক কেন্দ্র হয়ে ওঠে তাহলে তা হবে আমাদের জন্য ভীতিকর’।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহতের দাবি ভারতীয় সেনাবাহিনীর
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ