X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘উত্তরকে মোকাবিলায় দক্ষিণের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই’

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৩, ২১:৫৬আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২১:৫৭

উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (৩ মার্চ) সিএনএন-এর ওয়েবসাইটের এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

হান বলেছেন, সম্প্রতি পরিচালিত কয়েকটি জনমত জরিপে অংশগ্রহণকারীরা আমাদের অস্ত্র মজুত বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। পারমাণবিক সক্ষমতা অর্জনের পর্যায় পর্যন্ত যাওয়ার পক্ষে তারা। কিন্তু আমাদের অস্ত্রাগারে পর্যাপ্ত অস্ত্র রয়েছে যা দিয়ে উত্তর কোরিয়ার অযৌক্তিক উচ্চাকাঙ্ক্ষা থামানো সম্ভব। পারমাণবিক সক্ষমতা অর্জন সঠিক উপায় নয়।

দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমরা প্রতিহত করার সক্ষমতা একটা পর্যাপ্ত মাত্রা পর্যন্ত গড়ে তুলেছি। গত বছর প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল ক্ষমতা নেওয়ার পর এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করা উচিত। যাতে করে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র প্রত্যাহারের জন্য চাপ দেওয়া যায়। আমরা উত্তর কোরিয়াকে বলতে চাই যে, পারমাণবিক সক্ষমতা অর্জন ও অগ্রগতি তাদের দেশকে শান্তি ও সমৃদ্ধির নিশ্চয়তা দেবে না।

গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়া অস্ত্র কর্মসূচিতে জোর দেওয়ার পর সিউল ও পিয়ংইয়ংয়ের সম্পর্কের অবনতি হয়েছে। গত বছর রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ করেছে কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের একটি জাপানের ওপর দিয়ে ওড়ে যায়। যা গত ৫ বছরের মধ্যে প্রথমবার ঘটলো।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, ২০১৭ সাল থেকে উত্তর কোরিয়া ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করছে।

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিপানি সমস্যা সমাধান না হলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়বে
বৃহৎ বিনিয়োগের আশায় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরু, পৌঁছালেন সৌদি আরব
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
সর্বশেষ খবর
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
এনবিআর কেন বিভক্ত হয়েছে, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে রাবাদা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
এনবিআর বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনও প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
ক্লোরিন থেকে চুল বাঁচানোর উপায় জেনে নিন
ক্লোরিন থেকে চুল বাঁচানোর উপায় জেনে নিন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি