X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১৮:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:৩৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক ডজনের বেশি সমর্থকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। ভাঙচুর, নিরাপত্তা কর্মীদের ওপর হামলা এবং ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে অশান্তি সৃষ্টির অভিযোগে এ মামলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে শনিবার যখন সংঘর্ষ শুরু হয়, তখন ইমরান খান তোশাখানা মামলার বহুল প্রতীক্ষিত শুনানিতে অংশ নিতে লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি বিবেচনায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল ৩০ মার্চ পর্যন্ত আদালতের শুনানি পিছিয়ে দেন।

জিও নিউজ জানায়, ইসলামাবাদ পুলিশ দায়ের করা এফআইআর-এ অন্তত ১৭ জন পিটিআই নেতার নাম রয়েছে। এফআইআরে বলা হয়েছে, পুলিশ চেকপোস্ট এবং বিচারিক কমপ্লেক্সের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করেছে অভিযুক্তরা।

 

 

এফআইআরে আরও বলা হয়, অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ এবং বিচারিক কমপ্লেক্স ভবন ভাঙার দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি পুলিশের গাড়ি এবং সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টেশন হাউস অফিসারের (এসএইচও) গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

৭০ বছর বয়সী ইমরান খান আদালতে হাজিরা দিতে শনিবার লাহোর থেকে ইসলামাবাদে আসেন। তার সঙ্গে ছিল সমর্থকদের একটি বহর।

শুনানিতে যোগদানের জন্য তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পরপরই ১০ হাজার সশস্ত্র পাঞ্জাব পুলিশ লাহোরে ইমরানের জামান পার্কের বাসভবন অভিযান চালিয়ে তার দলের কয়েক ডজন কর্মীকে গ্রেফতার করে।

 

 

পুলিশ বাড়ির প্রধান ফটক ও দেয়াল ভেঙে তল্লাশি চালায়। জানা গেছে, বাড়ির ভেতরে পুলিশ পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখে পড়লে, ব্যাপক সংঘর্ষ হয়৷ লাহোরে পুলিশের অভিযানে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী রবিবার বলেছেন, ইমরানের বাসভবনে অবৈধ অভিযান এবং সহিংসতার সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তাদের দল মামলা করবে।

তিনি বলেন, ‘যেভাবে পুলিশ ইমরান খানের বাসভবনে প্রবেশ করে লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে অমান্য করেছে, তা ভয়ংকর। নিরপরাধ অনেক মানুষ পুলিশের নির্যাতনের শিকার হয়েছে।’

আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য অপরাধ জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘হাইকোর্টের উচিত তার রায়কে সম্মান দেওয়া। যে সব পুলিশ কর্মকর্তা বেআইনি অভিযান পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

পার্লামেন্টে অনাস্থা ভোটে গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করা হয়েছিল ইমরান খানকে। সেই থেকে চলতি বছরের শেষের দিকে নির্বাচনের আহ্বান জানিয়ে বিক্ষোভ ও বক্তৃতা দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওপর চাপ অব্যাহত রেখেছেন ইমরান খান। মাঝখানে তোশাখানা মামলায় ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। সূত্র: দ্য ডন, এনডিটিভি  

/এসপি/
সম্পর্কিত
রাশিয়ার ক্রাকোভ কনস্যুলেট বন্ধের ঘোষণা পোল্যান্ডের
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়