X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশ পরিচিতি: ভুটান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ০৭:০০আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৯:৫৮

চীন ও ভারতের মাঝামাঝি অবস্থিত দক্ষিণ এশিয়ার ছোট্ট রাজতান্ত্রিক দেশ ভুটান। প্রাতিষ্ঠানিক নাম ভুটান হলেও স্থানীয়দের কাছে ‘ড্রাক ইয়ুল’ নামে পরিচিত দেশটি। ‘ড্রাক ইয়ুল’ অর্থ, ‘বজ্র ড্রাগনের দেশ’। গত কয়েক শতাব্দী ধরে বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল দেশটি। নিজেদের ঐতিহ্য রক্ষায় সব সময় সোচ্চার ছিল ভুটানের জনগণ। ফলে অন্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বেশি দিন লাগেনি। ১৯৭০ এর দশক থেকে দেশটিতে পর্যটকদের আনাগোনা শুরু হয়।

১৯০৭ সাল থেকে দেশটির রাজতন্ত্রে ওয়াংচুক বংশ ক্ষমতায় রয়েছে। কিন্তু ২০০৮ সালের মার্চে নির্বাচনের পর থেকে ভুটানে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • রাজধানী: থিম্পু
  • আয়তন: ৩৮ হাজার ৯৩৪ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যা: প্রায় ৭ লাখ ৭৭ হাজার ৪০০ 
  • ভাষা: দোজংখা 
  • গড় আয়ু: পুরুষদের ৬৮ বছর, নারীদের ৭১ বছর

নেতৃত্ব

সাংবিধানিক রাজতান্ত্রিক দেশটির বর্তমান রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ২০০৬ সালে তার পিতা জিগমে সিংগে ওয়াংচুক অবসর গ্রহণের পর থেকে ক্ষমতায় তিনি। 

রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক

একসময় পুরো ক্ষমতা হাতে থাকলেও ১৯৯৮ সালে সরকার, আইনসভা ও উপদেষ্টা পরিষদের হাতে আংশিক ক্ষমতা ছেড়ে দেন তৎকালীন রাজা। 

‘বজ্র ড্রাগনের দেশ’ নামে পরিচিত ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং।

ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং। ছবি: সংগৃহীত

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভুটান ইউনাইটেড পার্টি থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী হন তিনি। তার আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন পিপল’স ডেমোক্রেটিক পার্টির শেরিং তোবগে।

সংবাদমাধ্যম

১৯৯৯ এর আগে রাজতান্ত্রিক দেশটিতে কোনও সংবাদমাধ্যম ছিল না। বহির্বিশ্বের প্রভাবে রাজতন্ত্র ও ঐতিহ্য নষ্ট হওয়ার ভয়ে বছরের পর বছর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ভুটানের। ১৯৭৩ সালে দেশটিতে রেডিও সম্প্রচার শুরু হয়। ১৯৯৯ সালে ইন্টারনেট পৌঁছায় থিম্পুতে। 

দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা

পর্যটনের জন্য সুনাম রয়েছে ভুটানের

১৭২০: চীনা সাম্রাজ্য দখল করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভুটান

১৭৭২-৭৩: ব্রিটিশরা আগ্রাসন চালায় 

১৮৬৪-৬৫: আবারও হামলা চালায় ব্রিটেন

১৯০৭: উজিয়েন ওয়াংচুককে রাজা নির্বাচিত করা হয়।

১৯১০: ব্রিটেনের সঙ্গে বৈদেশিক সম্পর্ক বিষয়ক চুক্তি সই করে। 

১৯৪৯: ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে ভারতকে বিরত রাখতে দিল্লির সঙ্গে চুক্তি সই করে। তবে বৈদেশিক সম্পর্কের প্রভাব বিস্তারে অনুমোদন দেয় নব্য স্বাধীন দেশ ভারতকে।

১৯৫৮: ভুটানের দাসপ্রথা বিলুপ্ত হয়।

১৯৭৪: প্রথম কোনও বিদেশি পর্যটককে ভুটানে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

১৯৮৮: আদমশুমারির মাধ্যমে অনেককে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। সরকার তিব্বত-ভিত্তিক ভুটানি সংস্কৃতিকে চাপে ফেলার জন্য আরও অনেক ব্যবস্থা প্রবর্তন করা হয় যা ভুটানের সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষুব্ধ করে। 

১৯৯০: সংখ্যালঘুদের মধ্যে অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে হাজার হাজার সংখ্যালঘু দেশ ছেড়ে পালায়।

১৯৯৮: পার্লামেন্টের হাতে আংশিক ক্ষমতা তুলে দেন তৎকালীন রাজা।

১৯৯৯: সীমিত পরিসরে সম্প্রচারমাধ্যম ও ইন্টারনেট সেবা চালু হয়। বেশ কয়েকজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয় দেশটির সরকার। 

২০০৭: ভারতের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে প্রতিবেশি দেশটির সঙ্গে সম্পর্ক নতুন রূপ লাভ করে। ভুটানের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতিতে ভূমিকা রাখার সুযোগ পায় দিল্লি।

২০১৩: বহুল প্রশংসিত ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ এর সমালোচনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি বলেন, এই কনসেপ্টের বহুল ব্যবহারের কারণে ক্রমবর্ধমান ঋণ, দীর্ঘস্থায়ী বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতির মত্যে বিষয়গুলো চাপা পড়ে যায়।

/এটি/এলকে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া