স্থানীয় লেনদেনের জন্য ভারতীয় রুপি ব্যবহারের অনুমতি দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে শ্রীলঙ্কা। অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র যখন সংকট থেকে বেরিয়ে আসতে প্রাণপণ লড়াই করছে, ঠিক তখনই এলো এই ঘোষণা। আমদানির নির্ভর দ্বীপরাষ্ট্রটির বৈদেশিক রিজার্ভ একেবারে তলানিতে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি শনিবার বলেছেন, আমরা দেশে ঠিক যেভাবে ডলার, ইউরো এবং ইয়েন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করি, ভারতীয় মুদ্রা ‘রুপি’ একইভাবে ব্যবহারের সম্ভাবনাকে বিবেচনা করে দেখা হচ্ছে।’
খাদ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী, অটোমোবাইল, সার এবং রাসায়নিকসহ ভারত থেকে প্রচুর পণ্য আমদানি করে শ্রীলঙ্কা। ভারত তার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার৷ সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে দুই দেশের মধ্যে ৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।
শ্রীলঙ্কায় ভারতীয় রুপি সরাসরি ব্যবহারের অনুমতি দেওয়া হলে ভারতীয় পর্যটক ও ব্যবসায়ীদের রুপিকে আর কোনো মুদ্রায় রূপান্তরের প্রয়োজন পড়বে না।
বর্তমানে শ্রীলঙ্কায় কোনও আর্থিক লেনদেন করতে হলে ভারতীয় মুদ্রাকে শ্রীলঙ্কার মুদ্রায় কিংবা ডলারে রূপান্তর করতে হয়। রুপি ব্যবহারের অনুমোদন দেওয়া হলে তার আর প্রয়োজন পড়বে না। তখন সরাসরি ভারতীয় মুদ্রাতেই লেনদেন করা যাবে।
সূত্র: এপি