ফিলিপাইনের মধ্যাঞ্চলের অ্যান্টিক প্রদেশে বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাতজন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বার্তাসংস্থা এই খবর জানিয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দেশটির প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান জানিয়েছেন, আহত আরও সাতজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এক সংবাদ সম্মেলনে স্থানীয় গভর্নর রোদোরা কাদিয়াও জানান, বেশ কয়েকজন যাত্রী নিয়ে বাসটি ব্রেক ফেল করে গিরিখাদে পড়ে যায়। যাত্রীদের মধ্যে চারজন বিদেশি নাগরিকও ছিল।
এই সড়কটি ‘দুর্ঘটনাপ্রবণ’ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।