ভারতের উড়োজাহাজে আবারও বোমাতঙ্ক ছড়িয়েছে। আতঙ্কের জেরে ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে এটি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে।
কলকাতাগামী ওই ফ্লাইটে ১৮৭ যাত্রীসহ ছয় ক্রু ছিলেন।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বোমা হামলার হুমকি পাওয়া মাত্রই নাগপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়া বিমানটিকে সরিয়ে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ৯টার পর এটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে অবতরণ করে।
পরে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য এটিকে দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়।
কারিগরি কর্মী ও বোমা স্কোয়াডের সদস্যরা বিমানটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন বলেও জানান তিনি।