X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গ্রিস আমাদের পর্যায়ের নয়: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, গ্রিস তার দেশের পর্যায়ের নয়। দুই দেশের সাম্প্রতিক বিরোধের মধ্যেই সোমবার এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক  শেষে এরদোয়ান বলেন, সম্প্রতি তুরস্কের প্রতি হয়রানি ও অশিষ্টতার মাত্রা বাড়িয়েছে গ্রিস। কিন্তু দেশটি আঙ্কারার পর্যায়ে নেই। রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সামরিকভাবে তারা আমাদের সমকক্ষ নয়। সময় হলে যেটা প্রয়োজন হয় তুরস্ক সেটাই করবে।

এরদোয়ান বলেন, ‘গ্রিস, ইতিহাসের দিকে তাকাও! খুব বেশি বাড়লে চড়া মূল্য দিতে হবে।  গ্রিসকে আমাদের একটি কথা বলার আছে। ইজমিরের কথা মনে রাখবেন।’

এক শতক আগে এই ইজমিরের দখল নিয়েছিল গ্রিক বাহিনী। পরে তাদের হটিয়ে অঞ্চলটি পুনরুদ্ধারে সমর্থ হয় তুরস্ক।

সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসের বিরুদ্ধে এই অঞ্চলে দফায় দফায় উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২২ সালের প্রথম আট মাসেই গ্রিস এক হাজার ১০০ বার তাদের আকাশ ও পানিসীমা লঙ্ঘন করেছে।

তুরস্ক ও গ্রিস উভয়েই ন্যাটো জোটের সদস্য। ঐক্যবদ্ধ থাকা এবং শত্রুপক্ষের হাত থেকে যে কোনও সদস্য দেশকে রক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই জোট। তবে তা সত্ত্বেও এই দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক যেন সাপে নেউলে। পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তেল কিংবা গ্যাসের মতো মূল্যবান কোনও সম্পদ নিয়ে নয়, বরং সমুদ্র সীমান্ত নিয়েই এই দ্বন্দ্ব।

১৯৯৬ সালে ইমিয়া অঞ্চলের একটি ছোট জনবসতিহীন দ্বীপ নিয়ে দুই পক্ষ বিবাদে জড়ায়। একটুর জন্য তা যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। ২০২০ সালে ফের একটি ভূখণ্ড নিয়ে মারাত্মক বিবাদ শুরু হয়। ওই বছর তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল দুই দেশের মধ্যে মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালন করেন। এ ইস্যুতে ইইউ নেতাদেরও সমর্থন পান তিনি। এখন পূর্ব এজিয়ানের বেশ কয়েকটি দ্বীপের ওপর গ্রিসের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্ক। দ্বীপগুলো হলো রোডস, লেসবোস, সামোস ও কোস। গ্রিসের দাবি, এই গ্রিক দ্বীপগুলোর ওপর দিয়ে নিয়মিত জেট ওড়ানোর অনুমতি দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ।

তুরস্ক ও গ্রিসের যুদ্ধের পর ১৯২৩ সালের লুজান চুক্তি অনুযায়ী দুই দেশের বর্তমান সীমানা ঠিক হয়েছিল। লেসবস, চিওস, সামোস ও ইকারিয়ার দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণের ভার দেওয়া হয় গ্রিসকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের প্যারিস চুক্তিতে ইতালি ডোডেকানিজ দ্বীপপুঞ্জ গ্রিসের কাছে হস্তান্তর করে। তবে চুক্তিতে দ্বীপগুলো নিরস্ত্রীকরণের কথা বলা হয়। কোনও রকম সেনা মোতায়েন করা যাবে না, এমনটাই বলা হয়েছিল। কিন্তু তুরস্কের পশ্চিম উপকূলে সেনা মোতায়েন করে রেখেছে গ্রিস। দেশটির দাবি, আত্মরক্ষার প্রয়োজনেই তাদের এটি  করতে হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে
সর্বশেষ খবর
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ