রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের জন্য পুরনো ৪৯টি ‘লেপার্ড-১’ ট্যাংক কিনেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসব ট্যাংক এর আগে বেলজিয়াম ব্যবহার করেছিল।
বেসরকারি ওআইপি ল্যান্ড সিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রেডি ভ্রাসলুয়েস দ্য গার্ডিয়ানকে জানান, তিনি ইউরোপীয় সরকারের কাছে ৪৯টি ট্যাংক বিক্রি করেছেন। কিছু গোপনীয়তার কারণে এর মূল্য ও বিস্তারিত জানাননি তিনি।
২০১৪ সালের আগে ট্যাংকগুলো ব্যবহার করতো বেলজিয়াম সরকার। ওই বছর প্রতিরক্ষা ব্যয় কমানোর অংশ হিসেবে ট্যাংকগুলো অস্ত্র বিক্রেতা ফ্রেডি ভ্রাসলুয়েসের কাছে বিক্রি করে দেয় দেশটি। তিনি প্রতিটি ট্যাংক ৩৭ হাজার ইউরোয় ক্রয় করেছিলেন।
ট্যাংক বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, এগুলো কিনে নিয়েছে জার্মানির একটি বড় অস্ত্র প্রতিষ্ঠান। পুরনো ট্যাংকগুলো তারা ইউক্রেনে পাঠাবে।
এ ঘটনায় মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় জার্মানির একটি সংবাদপত্র জানিয়েছে, ট্যাংকগুলোর আসল ক্রেতা অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রাইনমেটাল। এগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা তাদের। কিন্তু কোম্পানি ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য করেনি।
লেপার্ড-১ ট্যাংক বিক্রি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হয়নি বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভে চলতি বছর ১৮টি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করে জার্মানি। অন্যদিকে দেশটিকে ৩১টি অত্যাধুনিক এম১এ২ আব্রামস ট্যাংক সরবরাহ করে যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য গার্ডিয়ান