ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা যেকোনও ব্রিটিশ সেনা রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। কিয়েভের সেনাদের প্রশিক্ষণে ইউক্রেনে ব্রিটিশ সেনাদের মোতায়েন করা হতে পারে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের মন্তব্যের পর মেদভেদেভ এই হুমকি দিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে মেদভেদেভ বলেছেন, এর ফলে (ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন) তাদের প্রশিক্ষকদের আমাদের সশস্ত্রবাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ভালো করে মনে রাখুন তাদেরকে নির্মমভাবে ধ্বংস করা হবে। ভাড়াটে সেনা হিসেবে নয়, তাদেরকে ন্যাটোর ব্রিটিশ বিশেষজ্ঞ হিসেবে ধ্বংস করা হবে।
জার্মানিরও সমালোচনা করেছেন পুতিন মিত্র মেদভেদেভ। কিয়েভকে দূরপাল্লার তাউরুস ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছে বার্লিন। এই বিষয়ে তিনি বলেছেন, তারা বলছে এটি আন্তর্জাতিক আইন অনুসারে হচ্ছে। এক্ষেত্রে জার্মান কোম্পানিতে উৎপন্ন হওয়া ক্ষেপণাস্ত্রও মোকাবিলা করা হবে আন্তর্জাতিক আইনে।
তিনি আরও বলেছেন, এই মূর্খরা সক্রিয়ভাবে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
এর আগে জুলাই মাসেও তিনি একই ধরনের সতর্কতার কথা তুলে ধরেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘পুরোপুরি উন্মাদ’ পশ্চিমাদের পদক্ষেপের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।
উল্লেখ্য, মেয়াদজনিত সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে পুতিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। ইউক্রেনে রুশ আক্রমণের পর তিনি ক্রমশ যুদ্ধংদেহী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন। একাধিকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।