রাশিয়ার সাইবেরিয়ার কিছু অংশে তাপমাত্রা কমে মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। রেকর্ড তুষারঝড়ের পর তুষারের চাদরে ঢাকা পড়েছে রাজধানী মস্কো। শীতল আবহাওয়ায় রাশিয়াজুড়ে ফ্লাইট ব্যাহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় আবহাওয়া স্টেশনের তথ্য অনুসারে, সাইবেরিয়ার উত্তরপূর্ব অংশে অবস্থিত এবং বিশ্বের শীতলতম শহরগুলোর একটি ইয়াকুটস্কের অঞ্চল সাখা প্রজাতন্ত্রে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।
অস্বাভাবিক আগাম শীত চলে আসার কারণে সাখার বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রির নিচে নেমে গেছে। বিশাল অঞ্চলটি ভারতের আয়তনের চেয়ে সামান্য ছোট।
সোমবার সন্ধ্যায় ওইমিয়াকন এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস।
রাশিয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওয়মিয়াকন অঞ্চলে বাতাস ও আর্দ্রতার কারণে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রির বেশি বলে অনুভূত হচ্ছে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে।
সাখার পুরো এলাকাই ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চলে অবস্থিত। অঞ্চলটির রাজধানী ইয়াকুটস্কে মস্কো থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। শহরটির তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবা বলেছে, রাশিয়ার ইউরোপীয় অংশে, উরাল এবং সাইবেরীয় অঞ্চলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তুষারপাত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে মাইনাস ৫০ ডিগ্রির কম তাপমাত্রা সাধারণ বিষয় হয়ে উঠেছে। ভূগর্ভস্থ চিরহিমায়িত অঞ্চল গলে যাওয়ার ক্রমবর্ধমান লক্ষণও দেখা যাচ্ছে।
রাজধানী মস্কোতে নজিরবিহীন বৃহত্তম তুষারপাতের কারণে সোমবার কিছু বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হয়েছে। একাধিক রানওয়ে ঘন তুষারে ঢাকা পড়েছে।
রবিবার মাত্র একদিনে ৩৫ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের কারণে মস্কোর বিস্তীর্ণ অংশ তুষারে ঢেকে গেছে।
আরআইএ বার্তা সংস্থা জানিয়েছে, মস্কোর তিনটি বৃহত্তম বিমানবন্দরে কমপক্ষে ৫৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং পাঁচটি বাতিল করা হয়েছে।
মস্কো ও রাজধানীর আশেপাশের অঞ্চলের তাপমাত্রা এই সপ্তাহের শেষের দিকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এছাড়া উরালে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।