X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাশিয়ার শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৫ জুন ২০২৪, ২১:৪৫

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও শীর্ষস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার (২৫ জুন) এই পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটি। রুশ সেনাবাহিনীর ইউক্রেন আক্রমণে সংঘটিত অপরাধের দায়ের এই পরোয়ানা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসি জানিয়েছে, শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে বেসামরিকদের এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সেনাবাহিনীর হামলা চালানোর জন্য তাদের দায়ী করা হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে এই পদক্ষেপকে স্বাগত জানালেও মস্কো এটিকে আইনগতভাবে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এর রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা আইসিসির পরোয়ানার সংখ্যা আটটিতে পৌঁছেছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে।

আইসিসির সদস্য নয় রাশিয়া। দেশটি দাবি করে আসছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তাদের বৈধ সামরিক লক্ষ্য। তারা কখনো বেসামরিক অবকাঠামো বা বেসামরিকদের লক্ষ্য করেনি। ইউক্রেনও আইসিসি-র সদস্য নয়, তবে ২০১৩ সালের নভেম্বর থেকে তাদের ভূখণ্ডে সংঘটিত অপরাধের জন্য আদালতটিকে বিচারিক ক্ষমতা প্রদান করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, যারা এই হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের সবার জানা উচিত যে, ন্যায়বিচার হবে এবং আমরা আশা করি তাদের কারাগারে দেখতে পাব।

আইসিসি-র পদক্ষেপকে মস্কোর বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে রাশিয়ার নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিরাপত্তা পরিষদকে উদ্ধৃত করে বলেছে, আইসিসির এখতিয়ার রাশিয়ায় প্রযোজ্য নয়। এটি আমাদের দেশের বিরুদ্ধে পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু, গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের তোড়জোড়
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
তাড়াতাড়ি রাতের খাবার শেষ করলে যেসব পরিবর্তন দেখবেন শরীরে
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট