X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

রাশিয়ার শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৯:৪৬আপডেট : ২৫ জুন ২০২৪, ২১:৪৫

রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও শীর্ষস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার (২৫ জুন) এই পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটি। রুশ সেনাবাহিনীর ইউক্রেন আক্রমণে সংঘটিত অপরাধের দায়ের এই পরোয়ানা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসি জানিয়েছে, শোইগু ও গেরাসিমভের বিরুদ্ধে বেসামরিকদের এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১০ অক্টোবর থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সেনাবাহিনীর হামলা চালানোর জন্য তাদের দায়ী করা হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে এই পদক্ষেপকে স্বাগত জানালেও মস্কো এটিকে আইনগতভাবে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এর রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা আইসিসির পরোয়ানার সংখ্যা আটটিতে পৌঁছেছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে পুতিনের বিরুদ্ধে।

আইসিসির সদস্য নয় রাশিয়া। দেশটি দাবি করে আসছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তাদের বৈধ সামরিক লক্ষ্য। তারা কখনো বেসামরিক অবকাঠামো বা বেসামরিকদের লক্ষ্য করেনি। ইউক্রেনও আইসিসি-র সদস্য নয়, তবে ২০১৩ সালের নভেম্বর থেকে তাদের ভূখণ্ডে সংঘটিত অপরাধের জন্য আদালতটিকে বিচারিক ক্ষমতা প্রদান করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, যারা এই হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের সবার জানা উচিত যে, ন্যায়বিচার হবে এবং আমরা আশা করি তাদের কারাগারে দেখতে পাব।

আইসিসি-র পদক্ষেপকে মস্কোর বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছে রাশিয়ার নিরাপত্তা পরিষদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিরাপত্তা পরিষদকে উদ্ধৃত করে বলেছে, আইসিসির এখতিয়ার রাশিয়ায় প্রযোজ্য নয়। এটি আমাদের দেশের বিরুদ্ধে পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্প
পশ্চিম ইরানে ১৫টি যুদ্ধবিমান দিয়ে ইসরায়েলের হামলা
খামেনির উত্তরসূরি খুঁজতে ইরানের তোড়জোড়
সর্বশেষ খবর
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
মব সৃষ্টিকারীরা কারা!
সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তামব সৃষ্টিকারীরা কারা!
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান
এটা শুধু সিনেমা নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: শাকিব খান