X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রুশবাহিনীর হাতে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের হত্যার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোকরভস্ক শহরের কাছে একটি লড়াইয়ের সময় আত্মসমর্পণ করা তিনজন ইউক্রেনীয় সেনাকে রুশ বাহিনী গুলি করে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। এই দাবির প্রমাণ হিসেবে একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে লিখেছে, ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনারা হাত উঁচু করে হাঁটু গেড়ে বসে পড়ার পরপরই গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে।

এই ভিডিওটি আগস্টের শেষের দিকে পোকরভস্কের কাছে ধারণ করা হয় এবং এটি শুধু সিএনএন-এর কাছে পৌঁছেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র জানায়, এই ঘটনাটি রুশ বাহিনীর একটি কৌশলের অংশ, যা চলতি বছর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সূত্র আরও জানায়, ২০২০ সাল থেকে ১৫টি এমন ঘটনা ঘটেছে, যেখানে আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হয়েছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল সিএনএন-কে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে এই ধরনের ২৮টি ঘটনার তদন্ত চলছে, যেখানে ৬২ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। পোকরভস্কের এই ঘটনা রুশ বাহিনীর নিষ্ঠুরতার এক নতুন উদাহরণ, যা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের অগ্রযাত্রা বজায় রাখার অংশ হিসেবে দেখা যাচ্ছে।

ইউক্রেনের প্রসিকিউটররা এই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন এবং বলেছেন এটি ক্রেমলিনের একটি পরিকল্পিত নীতি। প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিন সিএনএন-কে বলেন, যদি যুদ্ধবন্দিরা আত্মসমর্পণ করে, যদি তারা নিরস্ত্র হয় এবং তারপরও হত্যা করা হয়, তবে এটি যুদ্ধাপরাধ।

তিনি আরও বলেন, এই ধরনের অপরাধগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ রয়েছে এবং এটি ক্রেমলিনের পরিকল্পিত নির্দেশনার ফলাফল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ইউক্রেনের সামরিক সূত্র জানিয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে যা এখনও প্রকাশিত বা তদন্ত হয়নি। টেলিগ্রামে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, তোরেৎস্কে তিনজন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করার পর রুশ বাহিনী তাদের গুলি করে হত্যা করে। ডনেস্ক অঞ্চলের প্রসিকিউটররা এই ঘটনার তদন্ত শুরু করেছেন।

এই ধরনের হত্যাকাণ্ডের জন্য কয়েকজন রুশ সেনাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটররা দাবি করেছেন, রাশিয়ার ১২৭তম মোটরাইজড রাইফেল ডিভিশনের একজন সেনা, যিনি পূর্বে চুরির দায়ে সাজা পেয়েছিলেন, তাকে এই কাজে নিযুক্ত করা হয়েছিল।

এই ধরনের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কিয়েভ ক্রমশ কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আরও জোরালোভাবে তোলার পরিকল্পনা করছে।

 

/এএ/
সম্পর্কিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
সিরিয়ার ওপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
সর্বশেষ খবর
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
গাজীপুরে পোশাকশ্রমিক হৃদয় হত্যাকারীদের বিচার দাবি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি