X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২০, ২২:২২আপডেট : ০৫ মার্চ ২০২০, ২২:২৪

দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। গত সপ্তাহে টানা পাঁচদিনের হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে হলো ৫৩ জন। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এই বিষয়টি জানা গেছে।

দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

বৃহস্পতিবার দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ আরও ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর আগে এই হাসপাতালে মৃতের সংখ্যা ছিল ৩৮। নতুন করে ছয়জনের মৃত্যু হওয়ায় এই হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪।

এছাড়া আরএমএল হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। এলএনজেপি হাসপাতালে ৩ জনের এবং জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। সব মিলিয়ে এখনও পর্যন্ত দিল্লি সহিংসতায় মোট নিহতের সংখ্যা ৫৩। নিহতদের মধ্যে রয়েছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল ও গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মা।

এই সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর-পূর্ব দিল্লির শিব বিহার, জাফরাবাদ ও চাঁদবাগ এলাকা। এই চাঁদবাগ এলাকাতেই আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার ক্ষতবিক্ষত দেহ। তাকে হত্যায় নাম জড়ায় তাহির হুসেনের। পার্টি থেকে বরখাস্তও হন তিনি। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন তাহির হুসেন।

অন্যদিকে দিল্লি হামলার সময়ে ভাইরাল হয়েছিল আর এক যুবকের ছবি। সিলমপুরের বাসিন্দা শাহরুখ এখন পরিচিত নাম। লাল টি-শার্ট পরে জাফরাবাদের রাস্তায় বন্দুক উঁচিয়ে নিরস্ত্র পুলিশকর্মীর উপর আস্ফালন দেখিয়েছিল এই যুবক। তার গ্রেফতারি নিয়েও হয়েছিল নানা বিভ্রান্তি। তবে অবশেষে এই শাহরুখকেও হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।

টানা পঁচদিনের তাণ্ডবে অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল পুড়েছে উত্তর-পূর্ব দিল্লিতে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ৭৯টি বাড়ি এবং ৩২৭টি দোকান পুড়েছে এই সংঘর্ষের জেরে।

এই সহিংসতার ঘটনায় ৬৫৪টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার ও আটক করা হয়েছে ১৮২০ জনকে। অস্ত্র আইনে রুজু হয়েছে চারটি মামলা। আহত হয়েছেন তিন শতাধিক। 

/এএ/
সম্পর্কিত
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
সর্বশেষ খবর
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ৭ উপায়
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তির সাদরে গ্রহণ করলাম: ভাবনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ