X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাহরুখপুত্রের জামিন আবেদন খারিজ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২১:৩০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:৩০

মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। বুধবার জামিন শুনানিতে আদালত বলেছেন, হোয়াটসঅ্যাপের কথোপকথনে অবৈধ মাদক কর্মকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ দেখা গেছে এবং তাকে জামিন দিলে তদন্ত বাধাগ্রস্ত হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

২৩ বছর বয়সী আরিয়ান খান মাদক মামলায় এক নম্বর অভিযুক্ত। ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন তিনি। বুধবার জামিন আবেদন খারিজ হওয়াতে আপাতত কারাগারেই তাকে থাকতে হচ্ছে। তার আইনজীবী জানিয়েছেন, জামিনের জন্য বোম্বে হাই কোর্টে যাবেন তারা।

২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজ শিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

জামিন শুনানিতে আরিয়ান খানের আইনজীবী সতিশ মানেশিন্দে ও অমিত দেশাই দাবি করেন, তার কাছ থেকে কোনও মাদক উদ্ধার করা হয়নি। তবে এনসিবি আদালতে জানায়, তার হোয়াটসঅ্যাপের চ্যাট প্রমাণ করে তিনি একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত এবং অনেক বছর ধরে মাদক সংগ্রহ করছেন।

গত শুক্রবার ছেলের সঙ্গে শেষবার ভিডিও কলে কথা বলেছেন শাহরুখ খান ও গৌরি খান। বুধবার জামিন আবেদন খারিজ হওয়ার বিষয়ে এই দম্পতির প্রতিক্রিয়া জানা যায়নি। অভিনেতা সালমান, হৃতিক রোশান ও চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান, প্রকাশ ঝাসহ অনেকেই আরিয়ান খানের সমর্থনে সরব হয়েছে।

এই মাদক মামলা ঘিরে মহরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়ে পড়েছে। কয়েকজন রাজনীতিক অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এনসিবি সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, তথাকথিত বলিউড মাদক মাফিয়াতে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিব সেনা ও এনসিপি’র স্বার্থ রয়েছে।

/এএ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ