X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাদার তেরেসার প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা দেবে উড়িষ্যা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৯

মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান মিশনারিজে অব চ্যারিটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উড়িষ্যা রাজ্য সরকার। ভারতীয় আইন অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিতে সম্প্রতি বন্ধ হয়ে গেছে বিদেশি অনুদান। এরপরেই প্রতিষ্ঠানটিকে অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে উড়িষ্যা সরকার।

মুখ্যমন্ত্রী নবিন পাটনায়েকের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উড়িষ্যায় মিশনারিজ অব চ্যারিটির পরিচালিত ১৩টি প্রতিষ্ঠানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭৮.৭৬ লাখ রুপি সহায়তা দেওয়া হবে।

শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসা ১৯৫০ সালে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন। এর সদর দফতর কলকাতায়। প্রতিষ্ঠানটি উড়িষ্যায় বেশ কয়েকটি এতিমখানা এবং কুষ্ঠ রোগীদের শিবির পরিচালনা করে।

এসব প্রতিষ্ঠান উড়িষ্যায় প্রায় নয়শ’ মানুষের দেখাশোনা করে থাকে। রাজ্যের আটটি জেলায় ছড়িয়ে আছে এই ১৩ প্রতিষ্ঠান। এর সবগুলোতে ত্রাণ তহবিলের অর্থ পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা কালেক্টরদের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবিন পাটনায়েক।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, নবিন পাটনায়েক জেলা কালেক্টরদের মিশনারিজ অব চ্যারিটি পরিচালিত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত খোঁজ রাখার তাগিদ দিয়েছেন। এছাড়া এসব প্রতিষ্ঠানের কেউ যেন খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় দুর্ভোগে না পড়েন তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাগিদ দেন তিনি। প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ ব্যবহার করতেও বলেছেন তিনি।

গত ২৫ ডিসেম্বর বড় দিনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিশনারিজ অব চ্যারিটিকে বিদেশি দাতাদের অনুদান গ্রহণ বন্ধের নির্দেশ দেয়। এসব তহবিল ব্যবহার করতে অলাভজনক সংস্থার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের অধীনে ছাড়পত্রের দরকার পড়ে। মিশনারিজ অব চ্যারিটি জানায়, তাদের লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ