X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধকে স্মরণ মোদির, মুজিবনগরে হচ্ছে নয়া সীমান্ত বন্দর

রক্তিম দাশ, কলকাতা
২৭ মে ২০২২, ২০:৪৬আপডেট : ২৭ মে ২০২২, ২২:৪২

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণ করে এবার ভারত-বাংলাদেশের মধ্যে নয়া সীমান্ত বন্দর ঘোষণা করতে চলেছে কেন্দ্র। এই সীমান্ত বন্দর হিসেবে বেছে নেওয়া হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান মুজিবনগরকে। শুধু তা-ই নয়, এখানে সীমান্ত বন্দরকে সাজিয়ে তোলা হবে ভারত-বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি দিয়ে। এমনটাই জানা গেছে।

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হৃদয়পুরের সীমান্তবর্তী তৎকালীন পূর্ব পাকিস্তানের আমবাগান ঘেরা বৈদ্যনাথতলা ছিল মুক্তিযোদ্ধাদের মুক্তাঞ্চল। যুদ্ধের কৌশলগত কারণেই এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা প্রেস ক্লাব থেকে সাংবাদিককে নিয়ে যাওয়া হয় সেখানে। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নেতৃত্বে শপথ গ্রহণ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। ওই স্থানের নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর। ইতিহাসের পাতায় এই অস্থায়ী সরকারের নাম হয় মুজিবনগর সরকার। এখানে সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণ করে এই সীমান্তবর্তী এলাকাকে ভারত-বাংলাদেশের মধ্যে নয়া সীমান্ত বন্দর চালু করতে উদ্যোগী হয়েছে দিল্লি-ঢাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত বছরের বাংলাদেশ সফরে সময় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে স্থির হয়েছিল, নদীয়া জেলার চাপড়া থেকে হৃদয়পুর হয়ে মুজিবনগর পর্যন্ত ওই ঐতিহাসিক রাস্তাটির নামকরণ করা হবে ‘স্বাধীনতা সড়ক’। এ বছর শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরে স্বাধীনতা সড়ক দিয়ে নতুন সীমান্ত বন্দর ঘোষণা করে দু’দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করার চেষ্টা শুরু হয়েছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চেয়েছে মোদি সরকার। কারণ, সীমান্ত বন্দরের জন্য ৬০০ মিটার রাস্তা পাকা করতে হবে। যার জন্য নবান্নকে বলা হয়েছে। এমনটাই সূত্রের খবর।

জানা গেছে, বাংলাদেশের তরফে কাস্টমস ও ইমিগ্রেশনের পরিকাঠামো শেষ হওয়ার মুখে। ভারতের দিকে এই পরিকাঠামো তৈরি করার কাজ শেষ করতে পারলেই ভিসা নিয়ে দু’দেশের নাগরিকরা যাতায়াত করতে পারবেন এই ঐতিহাসিক স্থানটি দিয়ে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা