X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দেশে ফিরতে চায় আহত বালক রমজান

রক্তিম দাশ, কলকাতা
০২ জুন ২০২২, ১৯:১০আপডেট : ০২ জুন ২০২২, ১৯:১০

অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আহত বালক রমজান আলি দেশে ফিরতে চায়। রমজান বর্তমানে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ মে (মঙ্গলবার) রাতে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটার মহকুমা হাসপাতালে রমজানকে ভর্তি করা হয়।

জানা গেছে, রমজানের বাড়ি বাংলাদেশের খুলনার বাগেরহাটের রায়ান্দা শরণখোলা থানার খোন্তাকাটা গ্রামে। তার বয়স ১০ বছর। তার পিতা মুনির শরীফ অবৈধ অভিবাসী হিসেবে পরিবারসহ ভারতের বেঙ্গালুরেতে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ মে আচমকা ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টির সময়, ছেলে, স্ত্রী ও ছেলে রমজানসহ প্রায় ১০ থেকে ১৫ জন বাংলাদেশিকে কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লক দিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এসময় বিএসএফের নজরদারিতে পড়েন। বিএসএফ অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে দূর থেকে স্টান গ্রেনেড ছুড়ে। পরিবারের অপর সদস্যরা বাংলাদেশে পালিয়ে যেতে পারলেও শিশু রমজান আহত অবস্থায় আটকা পড়ে যায়। গ্রেনেডের আঘাতের কারণে তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে এখনও চিকিৎসাধীন আছে। শিশুটি জানে না তার বাবা-মায়ের অবস্থা, আবার তার বাবা-মাও জানেন না শিশুটি বেঁচে আছে কিনা।

স্টান গ্রেনেড হলো অ-প্রাণঘাতী বিস্ফোরক ডিভাইস, যা আলোর ঝলকানি ও উচ্চ শব্দে বিস্ফোরিত হয় এবং সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করে।

বিস্ফোরণের পর বিএসএফ সদস্যরা রমজানকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তারা তাকে বামনহাটের একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এবং পরে দিনহাটার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। সাহেবগঞ্জ থানার পুলিশকেও খবর দেওয়া হয়।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘তার পাঁজরে ও পেটে আঘাত লেগেছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

রমজান পুলিশকে জানিয়েছে, সে গত কয়েক বছর ধরে তার বাবা-মায়ের সঙ্গে বেঙ্গালুরুতে ছিল।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা রমজানের সম্পূর্ণ সুস্থতার অপেক্ষায় ছিলেন। একজন কর্মকর্তা বলেন, এরপর আমরা যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করব যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো যায়।

বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী আব্রাহাম লিংকন বলেন, আমরা বর্ডার ভিকটিমস রেসকিউ লিগ্যাল অ্যাসিসট্যান্স ফোরামের পক্ষ থেকে শিশুটিকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য ভারত সরকার, দিল্লি, কলকাতা ও আসামে বাংলাদেশের সহকারী হাইকমিশনার, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ- মাসুম, ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশনসহ উভয় দেশের সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করছি। তার পারাপারের বিষয়টি ব্যতিক্রম বিবেচনায় তাকে বাংলাদেশে ফিরিয়ে দিলে রাষ্ট্রের মহানুভবতার বহিঃপ্রকাশ হবে। জয় হবে মানবতার।

উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৮৩ ধারা অনুযায়ী শিশু রমজান সাধারণ ব্যতিক্রমের আওতায় প্রতিকার পেতে পারে। আইনে বলা আছে, ৭ থেকে ১২ বছর বয়সী কোনও শিশুর কোনও কার্য অপরাধ বলে গণ্য হবে না, যে শিশু সংশ্লিষ্ট কার্যটি করার সময় তার প্রকৃতি ও ফলাফল বিচার করার পক্ষে পর্যাপ্ত বুদ্ধির পরিপক্বতা লাভ করেনি

আব্রাহাম লিংকন আরও বলেন, ‘একইসঙ্গে উভয় দেশের নাগরিকদের কাছে অনুরোধ, বেআইনিভাবে সীমান্ত পারাপার করবেন না। বৈধ ও অনুমোদিত পথে পারাপার করুন। ব্যক্তির অপরাধ রাষ্ট্রকে বিব্রত করে।’

/এএ/
সম্পর্কিত
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
‘ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে, চলবে’
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ