X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

প্রবল বর্ষণে আবারও নিমজ্জিত বেঙ্গালুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১০:০১আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:০১

ভারতের বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার এ বৃষ্টিতে শহরের পূর্ব, দক্ষিণ ও কেন্দ্রীয় অংশের বেশ কয়েকটি প্রধান সড়ক প্লাবিত হয়েছে। শহরের তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত বেলান্দুরও তলিয়ে গেছে পানির নিচে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, শহরের উত্তরাঞ্চলে রাজামহল গুত্তাহল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস একটি হলুদ সতর্কতা জারি করেছে। আগামী তিন দিন দক্ষিণ ভারতের এই শহরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বুধবারের এই বৃষ্টিপাতের পর দেখা গেছে, অনেক রাস্তা জলাবদ্ধ হয়ে গেছে। খোলা ম্যানহোলে পানি প্রবাহিত হচ্ছে। শহরের বিভিন্ন বাসা ও অফিসের পার্কিংগুলো প্লাবিত হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিস-ফেরত মানুষকে অসহায়ভাবে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে হয়েছিল।

গত মাসে ভারী বৃষ্টিপাতের কারণে বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু দুর্যোগের মুখে পড়েছিল। একটানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ অংশ পানিতে ডুবে গিয়েছিল। পরে বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল।

শহরে তথ্যপ্রযুক্তি সংস্থা ও স্টার্ট আপগুলোর অফিস রয়েছে, তা পানিতে তলিয়ে যাওয়ার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লেগেছিল।

শহরের রাস্তায় পানি জমার কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন। বিলাসবহুল বাসা থেকে থেকে বাসিন্দাদের ট্রাক্টর ব্যবহার করে তাদের উদ্ধার করতে হয়েছে। শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মজীবীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তীব্র বৃষ্টিপাতের কারণে বেঙ্গালুরুর বিমান চলাচল ব্যাহত হয়েছিল।

চলতি বছর বেঙ্গালুরুতে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৭ সালে রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। ২০১৭ সালে বৃষ্টিপাতের মোট পরিমাণ ছিল ১৬৯৬ মিলিমিটার, সেখানে চলতি বছর বৃষ্টি হয়েছে ১৭০৬ মিলিমিটার।

সূত্র : এনডিটিভি

/এনএআর/
সম্পর্কিত
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা