পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরুপনগরে গোবিন্দপুরে বাংলাদেশ সীমান্তে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালের মর্গে।
গুনরাজপুর গ্রামের আমবাগানের পাশে একটি সবজি ক্ষেতে পড়ে থাকা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পান গ্রামবাসীরা। মরদেহটির হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে। পরে হাত-পা বাঁধা অবস্থায় তার মুখের অংশ পুড়িয়ে পরিচয় আড়াল করার চেষ্টা করেছে খুনিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের পাশ থেকে একটি মোবাইলের ব্যাক কাভার উদ্ধার করা হয়েছে। এতে বাংলাদেশের ময়মনসিংহের নাম লেখা রয়েছে। এটি দেখে স্থানীয়দের অনুমান ভারতে কাজ করে স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিলেন ওই তরুণী। দেশে ফেরার সময় তার কাছে মোটা অঙ্কের টাকা থাকতে পারে বলে অনুমান করে তাকে খুন করে হত্যাকারীরা।
তরুণীর মোবাইল ফোন বা ব্যাগ কিছুই উদ্ধার করতে পারিনি পুলিশ।
এই বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জোবি থমাস কে বলেন, এখন পর্যন্ত ওই তরুণীর কোনও পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ও কীভাবে খুন করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর জানা যাবে।