X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন: একইদিন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে মোদিকে অনুরোধ

রক্তিম দাশ, কলকাতা
২৫ অক্টোবর ২০২৩, ২১:০৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২১:১২

আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক অযোধ্যায় রামমন্দিরের দ্বার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিন অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ জানিয়েছে মুসলিম কমিউনিটি। উল্লেখ্য, অযোধ্যার ধন্নিপুরে তৈরি হবে ওই মসজিদ। রামমন্দির থেকে যার দূরত্ব অন্তত ২০ কিলোমিটার।

ভারতীয় মুসলিম লিগের সভাপতি মুহম্মদ ইসমাইল আনসারি মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুরোধ জানিয়ে বলেছেন, ‘অযোধ্যার শুভ অনুষ্ঠান উপলক্ষে যোগ দেবেন মোদি। ফলে ওই দিনই তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করুক, এটাই আমাদের চাওয়া।’

একই দাবি করেছেন সংগঠনের উত্তর প্রদেশের রাজ্য সভাপতি নাজমুল হাসান গণি। তিনি বলেন, রাম মন্দির উদ্বোধন শেষে জামে মসজিদের ইমাম আহমেদ বুখারি ও অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের সভাপতি ইলিয়াসির সঙ্গে প্রধানমন্ত্রী ধন্নিপুরে আসুক। এখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করুক মোদি। এটাই আমাদের একমাত্র চাওয়া।

একই আমন্ত্রণ জানিয়েছেন বাবরি মসজিদের মুফতি আবদুল্লাহ বাদশা খান। তিনি বলেছেন, ‘এখানে এমন একটি মসজিদ গড়ে উঠবে, যা দেখতে সারা পৃথিবী থেকে ইসলাম ধর্মাবলম্বীরা ছুটে আসবেন। তাজমহলের মতো এই মসজিদ বিশ্বখ্যাত হবে।’

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্টের রায়ে ধন্নিপুরে মসজিদ তৈরির জন্য ইন্দো-ইসলামীয় কালচারাল ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। সেখানে মুসলিম পক্ষকে মসজিদ নির্মাণের জন্য জমি দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো পাঁচ একর জমি দেওয়া হয়। মসজিদের নকশাও প্রকাশ হয়েছে অনেক আগেই। সেখানে একসঙ্গে ৯ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে দাবি মুসলিম ওয়াকফ বোর্ডের।

তবে মসজিদের নির্মাণ কাজ শুরু হতে বিলম্বের জন্য এই সংস্থাকেই দায়ী করেছেন ভারতীয় মুসলিম লিগের সভাপতি আনসারি। তার ভাষ্যমতে, ট্রাস্টের সদস্যরা ঠিক থাকলে এতদিনে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে যেতো। মসজিদ নির্মাণে সরকারকে সহযোগিতা করতে হবে।

/এলকে/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক