আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক অযোধ্যায় রামমন্দিরের দ্বার উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিন অযোধ্যায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ জানিয়েছে মুসলিম কমিউনিটি। উল্লেখ্য, অযোধ্যার ধন্নিপুরে তৈরি হবে ওই মসজিদ। রামমন্দির থেকে যার দূরত্ব অন্তত ২০ কিলোমিটার।
ভারতীয় মুসলিম লিগের সভাপতি মুহম্মদ ইসমাইল আনসারি মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুরোধ জানিয়ে বলেছেন, ‘অযোধ্যার শুভ অনুষ্ঠান উপলক্ষে যোগ দেবেন মোদি। ফলে ওই দিনই তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করুক, এটাই আমাদের চাওয়া।’
একই দাবি করেছেন সংগঠনের উত্তর প্রদেশের রাজ্য সভাপতি নাজমুল হাসান গণি। তিনি বলেন, রাম মন্দির উদ্বোধন শেষে জামে মসজিদের ইমাম আহমেদ বুখারি ও অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের সভাপতি ইলিয়াসির সঙ্গে প্রধানমন্ত্রী ধন্নিপুরে আসুক। এখানে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করুক মোদি। এটাই আমাদের একমাত্র চাওয়া।
একই আমন্ত্রণ জানিয়েছেন বাবরি মসজিদের মুফতি আবদুল্লাহ বাদশা খান। তিনি বলেছেন, ‘এখানে এমন একটি মসজিদ গড়ে উঠবে, যা দেখতে সারা পৃথিবী থেকে ইসলাম ধর্মাবলম্বীরা ছুটে আসবেন। তাজমহলের মতো এই মসজিদ বিশ্বখ্যাত হবে।’
উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্টের রায়ে ধন্নিপুরে মসজিদ তৈরির জন্য ইন্দো-ইসলামীয় কালচারাল ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। সেখানে মুসলিম পক্ষকে মসজিদ নির্মাণের জন্য জমি দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো পাঁচ একর জমি দেওয়া হয়। মসজিদের নকশাও প্রকাশ হয়েছে অনেক আগেই। সেখানে একসঙ্গে ৯ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে দাবি মুসলিম ওয়াকফ বোর্ডের।
তবে মসজিদের নির্মাণ কাজ শুরু হতে বিলম্বের জন্য এই সংস্থাকেই দায়ী করেছেন ভারতীয় মুসলিম লিগের সভাপতি আনসারি। তার ভাষ্যমতে, ট্রাস্টের সদস্যরা ঠিক থাকলে এতদিনে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে যেতো। মসজিদ নির্মাণে সরকারকে সহযোগিতা করতে হবে।