X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

২.৫ সেকেন্ডে নির্ধারিত হয় আবের পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৭:২৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৭:২৭

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে রক্ষার সুযোগ পেতে পারতেন দেহরক্ষীরা। প্রথম গুলি মিস হয়ে যাওয়ার পর দ্বিতীয় গুলি চালাতে হামলাকারী সময় নেয় ২.৫ সেকেন্ড। এই সময়ে চাইলে দেহরক্ষীরা তাকে ঘিরে বেষ্টনি তৈরি করতে পারতেন কিংবা গুলির সামনে থেকে তাকে সরিয়ে নিতে পারতেন।  হত্যাকাণ্ডের ভিডিও বিশ্লেষণ করে আট জন নিরাপত্তা বিশেষজ্ঞ এই মত  দিয়েছেন।

জাপানের এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় গুলি থেকে রক্ষা করতে না পারাই একমাত্র ব্যর্থতা নয়। একাধিক নিরাপত্তা ঘাটতির চূড়ান্ত পরিণতিতে গত ০৮ জুলাই নিহত হন সবচেয়ে দীর্ঘ সময় জাপানে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

নির্বাচনি প্রচারের সময় পশ্চিমাঞ্চলীয় শহর নারায় ঘরে তৈরি অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয় শিনজো আবেকে। জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল, এছাড়া হালকা নিরাপত্তার মধ্যে মানুষের কাছে গিয়ে প্রচার চালাতে অভ্যস্ত দেশটির রাজনীতিবিদরা। তেমন একটি দেশে এই হত্যাকাণ্ড হতবাক হয়ে পড়ে নাগরিকেরা।

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ জাপানের কর্তৃপক্ষ আবের নিরাপত্তায় ঘাটতি থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ছয় প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলেছে। এছাড়া অনলাইনে পাওয়া একাধিক কোন থেকে নেওয়া ভিডিও বিশ্লেষ করা হয়েছে। এর মাধ্যমে হামলার আগে নিরাপত্তা ঘাটতির বিশদ বিবরণ তুলে ধরার চেষ্টা করেছে তারা।

সেদিন একটি সড়ক দ্বীপে দাড়িয়ে কথা বলছিলেন শিনজো আবে। তখন পেছন দিক থেকে তার ওপর হামলা হয়। নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে তেতসুয়া ইয়ামাগামী কোনও তল্লাশি ছাড়াই অস্ত্র নিয়ে আবের কয়েক মিটারের মধ্যে ঢুকে পড়েন।

জো বাইডেন যখন প্রেসিডেন্ট প্রার্থী তখন তাকে নিরাপত্তা দেয় গ্লোবাল থ্রেট সল্যুশন নামে একটি প্রতিষ্ঠান। এর প্রধান কেন্নেথ বোমবেস বলেন, ‘তাদের দেখ পারা উচিত ছিল হামলাকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর পেছনের দিকে হেঁটে যাচ্ছেন এবং সেখানে হস্তক্ষেপ করারও প্রয়োজন ছিল’।

প্রথম গুলি চালানোর আগে আবের সাত মিটারের মধ্যে ঢুকে পড়ে ইয়ামাগামী। প্রথমটি মিস করে গেলেও দ্বিতীয় গুলিটি চালানো হয় পাঁচ মিটার দূর থেকে।

সাবেক নেভি সিল ও সিআইএ কর্মকর্তা জন সোল্টিস বর্তমানে নিরাপত্তা সংস্থা প্রসেগুরের একজন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আবের দেহরক্ষীরা তার চারপাশে ‘নিরাপত্তার এককেন্দ্রিক বলয়’ তৈরি করেছিলেন বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, ‘ভীড়ের মধ্যে তাদের কোনো ধরনের নজরদারি ছিল না’।

বিশেষজ্ঞদের বিশ্লেষণের বিষয়ে জানতে চাইলে নারা আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে বলা হয় তারা নিরাপত্তা ত্রুটি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানান।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া