X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘শিগগিরই’ ইরান সফর করবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১, ১৯:০৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন শিগগিরই তিনি ইরান সফরে যাবেন। মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে সহযোগিতার নতুন চুক্তি চূড়ান্ত করতে এই সফর অনুষ্ঠিত হবে বলে রবিবার জানিয়েছেন তিনি। মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভেনেজুয়েলার তেল উৎপাদনের শীর্ষ মিত্র হয়ে উঠেছে ইরান।

গত বছর থেকে সম্পর্ক জোরালো করছে ইরান ও ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার তেল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ উপকরণ ইরানের কাছ থেকে সংগ্রহ করছে প্রেসিডেন্ট মাদুরোর সরকার। বিনিময়ে ইরান দক্ষিণ আমেরিকার দেশটি থেকে অপরিশোধিত তেল এবং অন্য মৌলিক সম্পদ পাচ্ছে। ২০২১ সালে ভেনেজুয়েলার তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান।

রবিবার এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘প্রেসিডেন্ট (ইব্রাহিম) রাইসির প্রস্তাবে আমি শিগগিরই তেহরান যাচ্ছি, এতে আলোচনা এবং নতুন চুক্তি হবে... এবং সহযোগিতার প্রক্রিয়ায় গতি আসবে।’

প্রেসিডেন্ট মাদুরো জানান তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দুইবার টেলিফোনে আলাপ করেছেন। এসব আলোচনায় নতুন পরিকল্পনা নিয়ে তারা সম্মত হয়েছেন বলে দাবি করলেও বিস্তারিত কিছু বলেননি তিনি। সফরের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি। তবে দুই দেশকে যোদ্ধা হিসেবে বর্ণনা করেন মাদুরো।

২০২২ সালে ভেনেজুয়েলা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করবে বলে জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ‘আরব বিশ্বে তারা আমাদের ভালোবাসে, আমি জানি আরব সরকার ও মানুষ ভেনেজুয়েলাকে ভালোবাসে।’

২০১৯ সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা কঠোর করলে দেশটির অপরিশোধিত তেল বিক্রি এবং জ্বালানি আমদানির সক্ষমতা কমে যায়। এর ফলে ভেনেজুয়েলায় সৃষ্টি হয় তীব্র জ্বালানি সংকট।

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া