X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ক্রিপ্টোর দরপতনে অভিশংসনের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিপ্টোকারেন্সি প্রচারের অভিযোগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই অভিশংসন ও জালিয়াতির মামলার মুখোমুখি হয়েছেন। কংগ্রেসের বিরোধী দলীয় কয়েকজন সদস্য বলেছেন যে, তারা মিলেইকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছেন। এদিকে, আইনজীবীরা রবিবার আর্জেন্টিনার ফৌজদারি আদালতে জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে মিলেই লিবরা কয়েনের কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোকে অর্থায়নে সহায়তা করবে। তিনি এটি কিনতে একটি লিঙ্ক শেয়ার করেন, যার ফলে এর দাম আকাশচুম্বী হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তিনি তার পোস্ট মুছে ফেলেন এবং ক্রিপ্টোকারেন্সিটির মূল্যে ধস নামে, বিনিয়োগকারীরা তাদের বেশিরভাগ অর্থ হারান।

অনলাইনে কিছু ব্যবহারকারী উল্লেখ করেছেন, কয়েন কেনার জন্য ব্যবহৃত লিঙ্কটি প্রেসিডেন্ট তার বক্তৃতার একটি বাক্যাংশকে উল্লেখ করেছে।

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অফিস শনিবার বলেছে, ক্রিপ্টোকারেন্সি চালু হওয়ার পর জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে জল্পনা এড়াতে পোস্টটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মিলেই ক্রিপ্টোকারেন্সির উন্নয়নে জড়িত ছিলেন না এবং সরকারের দুর্নীতি বিরোধী অফিস তদন্ত করে নির্ধারণ করবে যে কেউ অসদাচরণ করেছে কিনা, এর মধ্যে প্রেসিডেন্ট নিজেও রয়েছেন।

আইনি ব্যবস্থা নেওয়া বাদীদের একজন জোনাটান বালদিভিয়েজো অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, জালিয়াতির অপরাধ সংঘটিত হয়েছে।

মিলেইর রাজনৈতিক বিরোধীরা এই সুযোগটি কাজে লাগিয়েছেন। বিরোধী দলের সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কিরশনার তীব্র সমালোচনা করেছেন। তাকে ‘ক্রিপ্টো স্ক্যামার’ বলে অভিহিত করেছেন।

দেশের প্রধান বিরোধী জোট বলেছে, তারা প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য একটি আবেদন দাখিল করবে।

বিরোধী সোশ্যালিস্ট দলের সদস্য এস্তেবান পাওলোন এক্স-এ একটি পোস্টে বলেছেন, তিনি অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্যও অনুরোধ করবেন।

 

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রগামী আইফোন তৈরি হবে ভারতে: অ্যাপল
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’