X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ইয়েমেন উপকূলে দুই  জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭

ইয়েমেন উপকূলে দুইটি জাহাজে হামলা করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) ওই হামলার বিষয়টি জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে। ২৪ ঘণ্টা তিনটি হামলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ও অ্যামব্রে উভয়ে জানিয়েছে, ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা করা হয়েছে।

এই ঘটনায় দায় স্বীকারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের অভিযানের সঙ্গে মিল আছে।

আমব্রে বলেছে, দ্বিতীয়বারের মতো হামলা করা হয়েছে। ইয়েমেনের বন্দর শহর মুকাল্লার দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে হামলা করা হয়েছিল। কিন্তু হামলার বিষয়টি স্পষ্ট না।

আমব্রে জানায়, এর আগে ইয়েমেনি বন্দরের এডেনের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।

ইউকেএমটিও বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজের কাছাকাছি পড়েছিল। এই ঘটনায় জাহাজের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। আর নাবিকরাও নিরাপদে আছেন।

ইউকেএমটিও জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু দ্বিতীয়টি করতে পারেনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।

এদিকে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুদ্ধবিমানও বিভিন্ন হামলায় অংশ নিয়েছে।

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে হুথি প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৪০০টিরও বেশি হামলা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তাদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি দিয়ে বিদ্রোহী নেতা বলেন, গত মাসে ৩৪টি হামলা চালিয়েছে যোদ্ধারা।

/এসএইচএম/
সম্পর্কিত
‘বার্থ টুরিজম’ বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
কিছু মার্কিন পণ্যে শুল্ক ছাড় চীনের, আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ