X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইয়েমেন উপকূলে দুই  জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭

ইয়েমেন উপকূলে দুইটি জাহাজে হামলা করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) ওই হামলার বিষয়টি জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে। ২৪ ঘণ্টা তিনটি হামলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ও অ্যামব্রে উভয়ে জানিয়েছে, ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা করা হয়েছে।

এই ঘটনায় দায় স্বীকারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের অভিযানের সঙ্গে মিল আছে।

আমব্রে বলেছে, দ্বিতীয়বারের মতো হামলা করা হয়েছে। ইয়েমেনের বন্দর শহর মুকাল্লার দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে হামলা করা হয়েছিল। কিন্তু হামলার বিষয়টি স্পষ্ট না।

আমব্রে জানায়, এর আগে ইয়েমেনি বন্দরের এডেনের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।

ইউকেএমটিও বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজের কাছাকাছি পড়েছিল। এই ঘটনায় জাহাজের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। আর নাবিকরাও নিরাপদে আছেন।

ইউকেএমটিও জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু দ্বিতীয়টি করতে পারেনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।

এদিকে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুদ্ধবিমানও বিভিন্ন হামলায় অংশ নিয়েছে।

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে হুথি প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৪০০টিরও বেশি হামলা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তাদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি দিয়ে বিদ্রোহী নেতা বলেন, গত মাসে ৩৪টি হামলা চালিয়েছে যোদ্ধারা।

/এসএইচএম/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের