গাজার রাফাহতে সর্বশেষ ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার (২৯ মে) তিনি নেতানিয়াহুকে মানসিক রোগগ্রস্ত ও রক্তচোষা ভ্যাম্পায়ার বলে উল্লেখ করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
তুরস্কের ক্ষমতাসীন দলের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান রাফাহ শহরে হামলায় হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করেছেন। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণে ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সমালোচনা করেছেন তিনি।
রবিবার রাফাহ শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বোমা কয়েকটি তাঁবুতে বিস্ফোরিত হয়। এই হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এর আগে সোমবার নেতানিয়াহুকে ‘বর্বর’ বলে অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছিলেন এরদোয়ান। স্লোবোদান মিলোসেভিচ, রাডোভান কারাদজিক ও অ্যাডলফ হিটলারের মতো গণহত্যাকারীদের ইসরায়েলি প্রধানমন্ত্রী অনুকরণ করছেন বলে কটাক্ষ করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট।