ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ-এর জানাজায় ইমামতি করবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, জানাজা ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে।
বুধবার ভোরে ইরানে হানিয়েহ নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের গাজার যুদ্ধ আরও বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি দেশ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর তেহরানে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, চীন হানিয়েহর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে। তিনি ঘটনাটিকে শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার সুস্পষ্ট চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন এবং আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ঘটনা অঞ্চলের অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনজামা বলেছেন, আমরা একটি বিপর্যয়ের কিনারায় দাঁড়িয়ে আছি। ইসরায়েলের আক্রমণকে সন্ত্রাসী কাজ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড