X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘ইসরায়েল আক্রমণ বাড়ালে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৯

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ প্রধান লিওন প্যানেটা। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানের ভবিষ্যৎ পদক্ষেপগুলোই নির্ধারণ করবে এই সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেবে কি না। শুক্রবার এমএসএনবিসি রিপোর্টস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

প্যানেটা বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

তিনি ক্লিনটন ও ওবামা প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন, বর্তমানে সব পক্ষ থেকেই কঠোর কথা শোনা যাচ্ছে, কিন্তু আসল বিষয়টি হচ্ছে সামরিক পদক্ষেপ কীভাবে পরিচালিত হবে। ইসরায়েল তাদের প্রতিক্রিয়া সীমিত করতে পারবে কি না, নাকি তারা সম্পূর্ণ শক্তি দিয়ে আঘাত হানবে, সেটিই মূল প্রশ্ন। যদি তারা সর্বাত্মক আক্রমণে যায়, তবে ইরানও পাল্টা জবাব দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল নিয়ে মন্তব্য করতে গিয়ে প্যানেটা বলেন, এটি বোঝা কঠিন হয়ে পড়েছে যে, ইসরায়েলের বর্তমান সরকার আসলে কী চায়। গত ৭০ বছরে ইসরায়েল সামরিকভাবে কখনোই তাদের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এই ধারা চলমান থাকলে ভবিষ্যতের সামরিক পদক্ষেপগুলোও প্রভাবিত হতে পারে।

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা কয়েক মাস ধরেই বাড়ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘উল্লেখযোগ্য উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছিলেন এবং ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসরায়েলের প্রতিক্রিয়া সম্পর্কে নেতানিয়াহু বলেছিলেন, আজ রাতে ইরান একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। তেহরানের শাসকগোষ্ঠী আমাদের আত্মরক্ষার দৃঢ় সংকল্প বোঝে না, কিন্তু শিগগিরই বুঝতে পারবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আনি খামেনিও তার দেশের পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ইসরায়েল যদি আবার হামলা করে, তাহলে ইরানও পাল্টা আঘাত হানবে। শুক্রবার তিনি বলেছেন, যদি আবারও প্রয়োজন হয়, আমরা ভবিষ্যতে আবার একই কাজ করব।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্যানেটার মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, যদি ইসরায়েল তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় যুদ্ধের পুরো মাত্রায় রূপ নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

সূত্র: দ্য হিল

/এএ/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’