X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব, সম্ভাবনা ক্ষীণ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৭

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের প্রতিনিধিরা সোমবার (১৪ এপ্রিল) হামাসের কাছে ওই প্রস্তাব পেশ করেছে। তবে হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবটির অন্তত দুটি বিষয় তাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মিসরের রাষ্ট্র-সমর্থিত আল কাহেরা নিউজ টিভির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

সূত্রের বরাত দিয়ে আল কাহেরা আরও জানিয়েছে, মধ্যস্থতাকারীরা এখন হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং ‘যত দ্রুত সম্ভব’ এর জবাব দেবে। হামাস আবারও তাদের মূল দাবি পুনরাবৃত্তি করেছে। বলেছে, যে কোনও যুদ্ধবিরতির চুক্তিতে গাজায় যুদ্ধ শেষ করতে হবে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে।

এর আগে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, এই প্রস্তাবটি হামাসের প্রধান দাবি পূরণ করছে না। তারা ইসরায়েলকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।

এই প্রস্তাবে প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে নিরস্ত্রীকরণের কথা বলেছে, যা হামাস কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য মনে করছে না।

আবু জুহরি বলেন, প্রতিরোধের অস্ত্র সমর্পণ করা লাখো লাল সীমানার মধ্যে পড়ে এবং এটি আলোচনারও বিষয় নয়।

ইসরায়েল এই প্রস্তাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

মিশরের রাষ্ট্রীয় তথ্য সেবার প্রধান আল কাহেরাকে বলেন, হামাস এখন সময়ের মূল্য খুব ভালো করেই জানে এবং আমি বিশ্বাস করি তারা দ্রুতই প্রস্তাবটির জবাব দেবে।

এ বছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। কিন্তু গত মার্চে ওই যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।  

সোমবার কায়রোতে অনুষ্ঠিত সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি ও মিশরীয় সূত্রগুলো।

/এস/
সম্পর্কিত
কাশ্মীরে হামলা৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ
ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর বিমানবন্দর বন্ধ
গাজায় ত্রাণ লুটের দায়ে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা