X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কানহাইয়াকে কালো পতাকা দেখিয়ে মার খেলেন যুবক, নিন্দা জানালেন কানহাইয়া

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৬, ২০:৩০আপডেট : ০২ মে ২০১৬, ০১:৫৪
image

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে কালো পতাকা দেখিয়ে মার খেয়েছেন এক যুবক। ওই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে কানহাইয়া ওই যুবককে প্রহারের নিন্দা জানিয়েছেন।

নিজের রাজ্যে এসেও প্রতিবাদের মুখে পড়েন কানহাইয়া। পাটনায় বক্তৃতা দেওয়ার সময় কানহাইয়া কুমারকে কালো পতাকা দেখান ওই যুবক। এরপরই কানহাইয়ার সমর্থকদের হাতে প্রহৃত হন তিনি। ওই ঘটনাতে সভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কালো পতাকা দেখানোর ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পটনা পুলিশ।

আরও পড়ুন: বিমানে কানহাইয়ার গলা চেপে ধরলেন ‘মোদির সমর্থক’

সভায় বক্তব্য রাখছেন কানহাইয়া, অপরদিকে কালো পতাকা প্রদর্শনকারীকে গণপিটুনি

দুই দিনের জন্য বিহারের বেগুসরাইয়ে এসেছিলেন কানহাইয়া কুমার। নীতিশ কুমার ও লালুপ্রসাদ যাদবের সঙ্গেও দেখা করেন তিনি। তবে পটনা পৌঁছনোর পর কানহাইয়া কুমার সাংবাদিকদের বলেন, ‘কোনও রাজনৈতিক সাক্ষাৎকারের জন্য আমি এখানে আসিনি। আমি শুধু আমার চিন্তাগুলি বিহারের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এসেছি। যাতে মানুষ বুঝতে পারেন, আমি কী চাই আর মানুষ কোথায় দাঁড়িয়ে।’

আরও পড়ুন: নেহেরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়ার জরিমানা, ওমর-অনির্বাণের বহিষ্কার

এদিকে, ওই যুবকের ওপর হামলার নিন্দা জানিয়েছেন খোদ কানহাইয়া কুমার। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, “‘আজাদি’ সভায় যারা কালো পতাকা প্রদর্শন করেছেন এবং চিৎকার করে স্লোগান দিয়েছেন, আমি তাদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা জানাচ্ছি। সহিংসতা দিয়ে বিরোধিতার জবাব দেওয়া যায় না, এমনকি পূর্বে যারা আমার ওপর হামলা চালিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও। যে কোনও রকমের সহিংসতারই নিন্দা জানানো দরকার।”

উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি কাশ্মিরের স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত আফজাল গুরুর ফাঁসির বিরোধিতা করে অনুষ্ঠান আয়োজন ও তাতে দেশবিরোধী বক্তব্য ও স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এরপর দেশদ্রোহিতার অভিযোগে ১২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমারকে। ২৩ ফেব্রুয়ারি উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে দিল্লি হাইকোর্ট তাদের তিনজনকেই অন্তর্বর্তীকালীন জামিন দেন।

আরও পড়ুন: কাশ্মিরি নারীদের ধর্ষণ করছে ভারতীয় সেনারা: কানহাইয়া

অনশনরত শিক্ষার্থীদের একাংশ

চলতি বছরের ১৪ মার্চ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারির বিতর্কিত অনুষ্ঠান আয়োজনের জন্য কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করে। তদন্ত কমিটির ওই সুপারিশের ভিত্তিতে গত সোমবার (২৫ এপ্রিল) কানহাইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে জেএনইউ কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয় আরও তিন শিক্ষার্থীকে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে কানহাইয়া সহ ১৯ জন শিক্ষার্থী চার দিন ধরে অনশন করে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

/এসএ/

সম্পর্কিত
ট্রাম্পের হুমকির জবাবে যা বললো ব্রিকসভুক্ত দেশগুলো
মিয়ানমারে সংঘাত, সীমান্ত পেরিয়ে মিজোরামে হাজারো মানুষ
ব্রিকসপন্থি দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
শেষ ম্যাচ কি খেলতে পারবেন শান্ত?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের